বড় খবর! মহমেডান স্পোর্টিংকে শোকজের নোটিস দিল ইনভেস্টর বাঙ্কারহিল

সাইফ : ইনভেস্টর-ক্লাব কাজিয়া অব্যাহত রয়েইছে কলকাতা ময়দানে। যখন মনে হয়েছিল, সাদা-কালো ব্রিগেডের সংসারে শান্তি ফিরেছে, তখন আবারও এল নয়া ঝামেলা। মহমেডান স্পোর্টিংকে শোকজের চিঠি পাঠাল ইনভেস্টর বাঙ্কারহিল।
মহমেডান স্পোর্টিংয়ের এক বিশেষ সূত্র এক্সট্রা টাইম বাংলাকে জানিয়েছে যে, ক্লাবকে ইমেল মারফত একটি শোকজের নোটিস পাঠিয়েছে বাঙ্কারহিল। কিন্তু কেন হঠাত এই নোটিস?
জানা গিয়েছে, কয়েক দিন আগে একটি সাক্ষাৎকারে ক্লাবের সহ সভাপতি মহম্মদ কামারুদ্দিন অদ্ভুতভাবে বলেছিলেন যে বাঙ্কারহিল একটি ছোট ইনভেস্টর এবং আগামী দিনে আরও বড় ইনভেস্টর আনতে পারবে তারা। আর এই বক্তব্য নিয়ে ক্ষুব্ধ বাঙ্কারহিল।
শুধু তাই নয়, ক্লাবে খরচের বিষয়েও ভুল বক্তব্য রেখেছেন সহ সভাপতি, এমনই বক্তব্য বাঙ্কারহিলের। সেই সাক্ষাৎকারে কামারুদ্দিন জানিয়েছিলেন যে গত মরশুমে আড়াই কোটি টাকা খরচ হয়েছিল, যার মধ্যে ক্লাব থেকে ১.২০ কোটি টাকা দেওয়া হয়েছিল এবং ইনভেস্টর বাকি টাকা দিয়েছে। এছাড়া কামারুদ্দিন নিজে নাকি ১০ লক্ষ টাকা দিয়েছেন। আর এই বক্তব্যকে পুরোপুরি নাকচ করেছে ইনভেস্টররা।
এর ফলে, কর্মকর্তাদের ভুলে আবারও মুশকিলে পড়ল সাদা-কালো ব্রিগেড। অপেশাদারিত্বের চুড়ান্ত নজির দেখিয়ে ক্লাবের ঐতিহ্যকে বারবার মাটিতে টেনে ফেলছেন কর্মকর্তারা।