সুনীল-ছাংতের যুগলবন্দী! লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় ভারতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং লেবানন। গ্রুপ স্টেজে মুখোমুখি হওয়ার পর আবার ফাইনালে মুখোমুখি হয় দুই দল। আগের ম্যাচের মত এদিন একই ছন্দে শুরু করে দুই দল। প্রথম থেকেই একে অপরকে কঠিনভাবে টক্কর দেয় দুই দল। প্রথমার্ধে গোলশূন্য ভাবেই শেষ হয় খেলা। ভারত গোলের দিকে তিনটি শট নিলেও একটিও টার্গেটে ছিল না। অন্যদিকে লেবানন ৭ টি শট নিলে টার্গেটে ছিল না তাদেরও একটি বল।
তবে দ্বিতীয় হাফের শুরুতেই ছাংতের অ্যাসিস্ট এবং সুনীল ছেত্রীর গোলে খাতা খোলে ভারত। আরও একবার সুনীল ছেত্রীর পায়ের জাদুতে উচ্ছ্বাসে মেতে ওঠে কলিঙ্গ স্টেডিয়াম। কিন্তু এখানেই থেমে থাকেনি ভারত। ৬৫ মিনিটে আবার গোল দেন লালিয়ানজুয়ালা ছাংতে। এই গোলের সঙ্গেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়।এরপরে আর কোন গোল না করলেও নিজেদের লিড ধরে রাখতে সক্ষম হয় সুনীল ছেত্রীরা।
আরও পড়ুন: ভিয়েতনাম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে উজবেক চ্যালেঞ্জ লড়ার বার্তা ভারতের ছোটদের
ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে উচ্ছ্বাসে ফেটে পড়ে সমস্ত খেলোয়াড়রা। ১৯৭৭ সালের পর প্রথমবার লেবাননকে হারল ভারত ও ২০১৮ সালের পর পাঁচ বছরের ব্যবধানে আবার ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত।