মেসির সাথে ইন্টার মায়ামিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই সুপারস্টার লিওনেল মেসিকে সই করিয়ে চমক দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দল ইন্টার মায়ামি। এবার মেসির পুরোনো সতীর্থ তথা বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে সই করাল মায়ামি।
স্প্যানিশ মিডফিল্ডার সের্জিও বুসকেতসকে সই করিয়েছে ইন্টার মায়ামি। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর পোস্ট করেছে মায়ামি।
প্রায় দুই দশক বার্সিলোনার হয়ে খেলার পর, গত মাসে বুসকেতস ঘোষণা করেন তিনি ক্লাবের সাথে চুক্তিবৃদ্ধি করবেন না।
আরও পড়ুন - কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচে থাকছে বিশেষ চমক
এদিকে গত সোমবার ইন্টার মায়ামির কর্নধার জর্জে মাস জানিয়েছেন, ইতিমধ্যেই চুক্তির কাগজপত্র তৈরি করা হচ্ছে এবং ভিসার আবেদন করা হচ্ছে। আগামী ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে অভিষেক করতে পারেন মেসি।