মেসির পুরোনো গুরুকে হেড কোচ হিসেবে আনল ইন্টার মায়ামি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নিজেদের নতুন হেড কোচ হিসেবে আর্জেন্টাইন প্রশিক্ষক জেরার্ডো মার্টিনোকে আনছে ইন্টার মায়ামি। বুধবার এমনই ঘোষণা করেছে মেজর লিগ সকারের এই দল।
সদ্য আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে সই করিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এবার তার পুরোনো গুরুকে নিয়ে আসল মায়ামি। ২০১৩ থেকে ২০১৬ সাল অবধি মেসিকে বার্সিলোনায় ও আর্জেন্টিনায় কোচিং করিয়েছেন মার্টিনো।
গত বছরের বিশ্বকাপে মেক্সিকোর দায়িত্বে ছিলেন মার্টিনো। সেই বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিটকে যায় মেক্সিকো, যা ১৯৭৮ সালের পর প্রথমবার হয়েছে।
আরও পড়ুন - মেসির সাথে ইন্টার মায়ামিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার
তবে ৬০ বছর বয়সী এই প্রশিক্ষকের মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ সাফল্য রয়েছে। ২০১৮ সালে আটলান্টা ইউনাইটেডকে এমএলএস কাপ জিতিয়েছিলেন মার্টিনো।