ভারতকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল দেশ বানাতে চান ফিফা সভাপতি ইনফানটিনো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ৩০ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হওয়া ফিফা অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য উপস্থিত ছিলেন ফিফা সভাপতি ইনফানটিনো। তাঁকে সম্মান জানানো হয় এআইএফএফ এর তরফে। উপস্থিত ছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে, সহ সভাপতি এনএ হরিশ এবং এআইএফএফ এর অন্যান্য কর্মকর্তারা।
ফিফা অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ এত সুন্দর ভাবে আয়োজন করায় ইনফানটিনো আয়োজক দেশ ভারতের প্রশংসা করেন এবং বাহবা জানান।
ইনফানটিনো বলেছেন, "ভারত অসাধারণ আয়োজন করেছে। এটি দেখে আমায় বিশ্বাস করতে বাধ্য করিয়েছে যে অন্যান্য প্রতিযোগিতাতেও আপনারা ভাল করতে পারবেন। বিশ্বে একজনই বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে এবং বাকি ২১০ টি দেশ বিজেতা হতে পারেনা। কিন্তু আমি সব সময় বলি সব শেষে ২১১ টি দেশই জেতে। যখন শিশুরা ফুটবল খেলে অথবা দেখে তাঁরা আনন্দ পায়।"
ফিফা সভাপতি ভারতে আগামী বছরের শুরুতেই আসবেন বলে জানা গেছে। ভারতীয় ফুটবলের সম্পর্কে তিনি বলেছেন, "আমি ফিফা কংগ্রেসে ভারতের সম্পর্কে জানিয়েছি যে তাঁরা ফুটবলের ঘুমন্ত দায়িত্ব। এখন সময় হয়েছে ভারতের ঘুম থেকে ওঠার। আমি যখনই ভারতে আসি আমি দেখি ভারতে খেলাধুলা নিয়ে মানুষের বিশাল আবেগ। আমাদের উদ্দেশ্য হল ভারত সহ গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া। ফুটবলকে ভারত, চীন এবং আমেরিকা আমাদের প্রধান। ফুটবলকে গোটা বিশ্বে পৌছে দেওয়ার জন্য আমাদের ভারতকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল দেশ বানাতে হবে।"