মিশরের পর এবার জর্ডানকে হারাল ভারতীয় মহিলা দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জারকায় প্রীতি ম্যাচে শুক্রবার জর্ডানকে ১-০ ফলে হারাল ভারতীয় মহিলা দল। ৪৮ মিনিটে মনিষা কল্যাণের একমাত্র গোলে জয় পায় ভারত।
শুরু থেকে দুই দল আক্রমণাত্মক ছিল। তবে ভারতের গোলকিপার অদিতি চৌহান বেশ ভালো ছন্দে ছিলেন। বেশ কিছু সেভ করেন তিনি। এদিকে খেলা ধীরে ধীরে এগোতে থাকলে, ভারত খেলায় নিজের দাপট শুরু করে। মনিষা ও অঞ্জু তামাং বারবার জর্ডান ডিফেন্সে আক্রমণ হানছিলেন।
৪৮ মিনিটে গোল পেয়ে এগিয়ে যায় ভারত। বাঁ পায়ে দুরন্ত শটে গোল করেন মনিষা।
গত সপ্তাহে একই মাঠে মিশরকে ১-০ ফলে হারায় ভারতীয় মহিলা দল। ফলে এই দুই প্রীতি ম্যাচে বেশ ভালো পারফর্ম করেছে টিম ইন্ডিয়া।