এশিয়া ও ইউরোপের দুই শক্তিশালী দেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একদিকে ভারতীয় পুরুষ ফুটবল দল দুবাইয়ে পৌঁছেছে, যেখানে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা হবে। সেখানে এবার নিজেদের প্রস্তুতি সারবে ভারতীয় মহিলা দল। উজবেকিস্তান ও বেলারুশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
এই নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিজেদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করেছে। গত বছরের ডিসেম্বর থেকে গোয়ায় প্রস্তুতি শিবির তৈরি করেছিল ভারতীয় মহিলা দল, আর এবার দলের কোচ মেমল রকি ২৩ সদস্যের দল ঘোষণা করেছে।
আগামী ৫ এপ্রিল উজবেকিস্তানের ঘরের মাটিতে প্রস্তুত ম্যাচ খেলবে ভারত, আর অন্যদিকে নিজেদের ঘরের মাঠে বেলারুশের বিরুদ্ধে আগামী ৮ এপ্রিল লড়বে টিম ইন্ডিয়া।
এক নজরে দেখে নিন ২৩ সদস্যের ভারতীয় মহিলা দল –
গোলকিপার – অদিতি চৌহান, সৌমিয়া নারায়ণস্বামী, এম লিন্থোইনগাম্বী দেবী।
ডিফেন্ডার – জাবামনি টুডু, আশালতা দেবী, সুইটি দেবী, রিতু রানী, রঞ্জনা চানু, ডব্লু লিন্থোইনগাম্বি দেবী, ক্রিতিনা দেবী, অঞ্জু তামাং।
মিডফিল্ডার – ইন্দুমথি কাথিরেশন, মনিশা, সঙ্গীতা বাসফোর, মার্টিনা থোকচোম, পিয়ারি জাজা, দাংমেই গ্রেস, সৌম্য গুগুলোথ।
ফরোয়ার্ড – রেনু, করিশ্মা পুরুষোত্তম শিরভোইকার, সান্ধিয়া রঙ্গনাথন, সুমতি কুমারী, হেইগ্রুজাম দয়া দেবী।