তিন ধাপ উঠে ফিফা র্যাঙ্কিংয়ে এই স্থানে পৌঁছল ভারতীয় মহিলা দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় পুরুষ দল ইতিমধ্যেই এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করে দেশবাসীকে গর্বিত করেছে। এবার ভারতীয় মহিলা দলও বিশেষ উপায়ে গর্বিত করল আমাদের।
সদ্য প্রকাশিত ফিফা মহিলা ফুটবলের র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করল ভারতীয় দল। তিন ধাপ উঠে ৫৬তম স্থানে উঠে এসেছে ভারত। ১৪২৫.৫১ পয়েন্ট রয়েছে তাদের।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে ভারত টপকেছে পানামা, দক্ষিণ আফ্রিকা ও ঘানাকে। সদ্য মিশর ও জর্ডানের বিরুদ্ধে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ভারত। আর সেই কারণে এমন উন্নতি।
এদিকে পুরুষদের র্যাঙ্কিংয়ে ১০৬ নম্বর স্থানে রয়েছে ভারতীয় পুরুষ দল। আশা করা যায়, পুরুষদের র্যাঙ্কিং সামনে এলে কিছুটা উপরে উঠে আসবে তারা।