আগামী সপ্তাহের মধ্যেই কাতারের উদ্দেশ্যে রওনা দেবে 'অ-প্রস্তুত' টিম ইন্ডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী মাসে কাতারে ফিফা ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে যাওয়ার কথা ভারতের, কিন্তু এখনও অবধি দল ঘোষণা তো দূর, প্রস্তুতিও সেরে রাখতে পারেনি টিম ইন্ডিয়া। গত মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আসার পর কোনও প্রস্তুতি শিবির সারা হয়নি।
তবে এরই মাঝে কিছুটা স্বস্তির খবর দিল অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। নিজেদের সোশ্যাল মিডিয়ায় এআইএফএফ জানিয়েছে, খুব শীঘ্রই কাতারের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় ফুটবল দল, আর সেখানে নিজেদের প্রস্তুতি সারবে যোগ্যতা অর্জন পর্বের জন্য। স্বাস্থ্য দপ্তর থেকে ছাড়পত্র মিললেই তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।
এদিকে যা সম্ভাবনা, তাতে আগামী সপ্তাহের মধ্যেই কাতারের উদ্দেশ্যে রওনা দিতে পারে ভারতীয় দল। যদিও এখনও অবধি দলই ঘোষণা করেনি ভারত। তবে যা সম্ভাবনা, তাতে সম্ভবত সংযুক্ত আরব আমিরশাহির প্রস্তুতি ম্যাচের স্কোয়াডকেই কাতারে নিয়ে যেতে পারেন কোচ ইগর স্টিম্যাচ।
ইতিমধ্যেই বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আশা শেষ ভারতের। কাতার, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে টিম ইন্ডিয়ার। তবে এখনও ২০২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে ভারতের, আর সেই কারণে এখনও গুরুত্ব রয়েছে এই বাকি তিন ম্যাচের।