টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলতে পারবে না ভারতীয় ফুটবল দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য আন্তর্জাতিক ফুটবলে ত্রিমুকুট জেতা ভারতীয় দল সুযোগই পাবে না আসন্ন এশিয়ান গেমসে। কিন্তু কেন এমনটা হল? কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের দেওয়া শর্ত অনুযায়ী, এশিয়া মহাদেশের সেরা আট র্যাঙ্কিংয়ে থাকা দেশের মধ্যে নেই ভারত, যে কারণে ব্লু টাইগার্স খেলতে পারবে না এশিয়ান গেমস।
গত শনিবার অংশগ্রহণ দাখিল করার শেষ দিন ছিল, এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারতীয় ফুটবল দলের নাম পাঠায়নি এবারের এশিয়ান গেমসে।
আরও পড়ুন - ভারতের সিনিয়র মহিলা ও অনূর্ধ্ব ১৬ পুরুষ দলের প্রধান কোচের দায়িত্বে কে? জানাল এআইএফএফ
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া সংস্থাগুলিকে দেওয়া এক নির্দেশিকায় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, "দলগত ইভেন্টের জন্য, গত এক বছরে যে সকল খেলায় এশিয়ার অংশগ্রহণকারী দলগুলির মধ্যে সেরা আটে স্থান পাবে, সেগুলিতে এশিয়ান গেমসের জন্য দল পাঠানো হবে।"
এদিকে ভারত বর্তমানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের র্যাঙ্কিংয়ে ১৮তম র্যাঙ্কিংয়ে রয়েছে। ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই এশিয়ান গেমসের জন্য অনুর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে ৪০ সদস্যের দল তৈরি করেছে, যেখানে কেবল তিন ফুটবলার ২৩ বছরের বেশি বয়সের রয়েছে। আর এই দলের দায়িত্ব দেওয়া হয়েছিল ইগর স্টিম্যাচকে।
তবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে নমনীয়তা আশা করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বলা বাহুল্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বর্তমানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত সিইও ও যুগ্ম সচিব।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অবধি চীনের হাংঝাউতে হবে এবারের এশিয়ান গেমস। তবে ফুটবলের ইভেন্ট শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে।