২৩ ফুটবলারকে নিয়ে কলকাতায় প্রস্তুতি শিবির ভারতীয় ফুটবল দলের, শুরু এই তারিখ থেকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৫ আগস্ট থেকে কলকাতায় বিশেষ প্রস্তুতি শিবিরে নামবে ভারতীয় ফুটবল দল। ১৫ বছর পর ভারতীয় ফুটবলের মক্কায় শিবির করেছে জাতীয় দল। এর আগে ২০০৬ সালে সৌদি আরবে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের জন্য প্রস্তুতি শিবিরের আয়োজক করা হয়েছিল কলকাতায়। আগামী সেপ্টেম্বর মাসে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে।
এদিকে মালদ্বীপে এএফসি কাপ খেলার জন্য এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির ফুটবলারদের বাদ দিয়ে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। টুর্নামেন্ট শেষে দুই ক্লাবের খেলোয়াড়রা এই শিবিরে যোগ দেবেন। ১৫ আগস্টের মধ্যে সকল ফুটবলার ও সাপোর্ট স্টাফ-কোচেদের কলকাতায় আসতে হবে এবং ১৬ আগস্ট থেকে অনুশীলন শুরু হবে।
এই শিবির নিয়ে বেশ আগ্রহী কোচ ইগর স্টিম্যাচ। তিনি বলেছেন, "আমি খুবই খুশি খেলোয়াড়দের সাথে আবারও দেখা করতে পেরে এবং আসন্ন চ্যালেঞ্জগুলি একসাথে পূরণ করার লক্ষ্যে নামব। আমি এএফসি কাপে দুই ভারতীয় ক্লাবকে শুভেচ্ছা জানাই যাতে তারা ভালো করে। এর মধ্যে, আমাদের বাকি খেলোয়াড়দের দেখে নিতে হবে যারা আগামী সপ্তাহে যোগ দিতে চলেছে, এবং এর মধ্যে সেরাদের বাছাই করে নিতে হবে যতক্ষণ বাকি খেলোয়াড়রা যোগ না দেন।"
আসন্ন প্রস্তুতি শিবিরের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল -
গোলকিপার - ধীরাজ সিং, বিশাল কাইথ।
ডিফেন্ডার - আশিস রাই, সেরিটন ফার্নান্ডেজ, রাহুল ভেকে, আদিল খান, চিঙ্গলসানা সিং, নরেন্দর গেহলট, আকাশ মিশ্রা, মন্দার রাও দেশাই।
মিডফিল্ডার - বিপিন সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লালেংমাউইয়া, গ্লেন মার্টিন্স, জিকসন সিং, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, ইয়াসির মহম্মদ, হোলিচরণ নার্জারি।
ফরোয়ার্ড - রাহুল কেপি, ফারুখ চৌধুরি, ইশান পন্ডিতা, রহিম আলি।