এপ্রিলের শেষে ভারতীয় ফুটবল দলের শিবির হবে কলকাতায়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘ সময় পর ভারতের সব থেকে জনপ্রিয় ফুটবল স্টেডিয়াম তথা যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়েছিল ভারতের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ। আর সেই ম্যাচের উন্মাদনা ভারতবর্ষের বাকি সমস্ত স্টেডিয়ামকে ১০ গোল দেবে, তা বলাই যায়।
কাতারে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের বাকি ম্যাচগুলি খেলতে যাওয়ার আগে খোদ কলকাতায় জাতীয় দলের শিবির আয়োজন করার কথা চলছে। আগামী এপ্রিল মাসের শেষের দিকে এই শিবির আয়োজিত হবে। সেই শিবিরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচগুলির জন্য প্রস্তুতি নেওয়া হবে।
কয়েক দিন আগে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রীতি ম্যাচগুলির ভুল শুধরে নিতেও আয়োজন করা হবে এই শিবির। যেহেতু ঘরোয়া মরশুম শেষ, তাই ভারতীয় ফুটবলাররা এই সময়ে বিশ্রাম নিতে পারবেন, যদিও বেঙ্গালুরু এফসির খেলোয়াড়দের খেলতে হবে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্ব।
আগামী জুন মাসে কাতারের সেন্ট্রালাইজড ভেন্যুতে ভারত তাদের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের বাকি ম্যাচগুলি খেলবে। এখনও খেলা বাকি রয়েছে কাতার (৩ জুন), বাংলাদেশ (৭ জুন) এবং আফগানিস্তান (১৫ জুন) এর সাথে। যদিও ২০২২ বিশ্বকাপে ওঠার সম্ভাবনা কার্যত বেরিয়ে গিয়েছে ভারতের, এখন তাদের লক্ষ্য থাকবে গ্রুপে তৃতীয় স্থানে থেকে ২০২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে চলে যেতে। বর্তমানে পাঁচ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে রয়েছে ব্লু টাইগার্সরা।