প্রস্তুতির অভাবে ভুগছে ভারতীয় দল, যোগ্যতা অর্জন পর্ব স্থগিতের আর্জি খারিজ এএফসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী মাসে কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু এই মুহুর্তে প্রস্তুতি তো দূর, করোনার প্রভাবের জেরে কোনও মাঠই পাচ্ছে না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
জুন মাসে কাতার, বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে যোগ্যতা অর্জনের ম্যাচ খেলবে ভারত। যেখানে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আশা শেষ ভারতের, এখনও সুযোগ রয়েছে ২০২৩ এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জনের জন্য। আর সেই কারণে এই তিনটি ম্যাচের জন্য পূর্ণ প্রস্তুতি নিতে চান কোচ ইগর স্টিম্যাচ।
কিন্তু প্রস্তুতির অভাবের জেরে এই তিন ম্যাচ স্থগিত করার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনকে আবেদন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কিন্তু ফেডারেশনের এই আবেদন খারিজ করে দিয়ে এএফসি জানায়, সূচিতে কোনও পরিবর্তন সম্ভব নয়।
পরিকল্পনা অনুযায়ী, গত মাসের শুরুতে কলকাতায় প্রস্তুতি শিবির শুরু করার কথা ছিল ভারতীয় দলের, কিন্তু দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সেই সকল পরিকল্পনা ভেস্তে যায়। ফেডারেশনের এক আধিকারিক জানিয়েছেন, গত ৭ মে দোহায় উড়ে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের, আর সেখানে প্রস্তুতিতে নেমে পড়ত তারা। কিন্তু যাবতীয় পরিকল্পনা ভেস্তে যায়।
এদিকে ভারতের বিরুদ্ধে খেলা বাকি তিন দেশের ফুটবলাররা ফুটবলের মধ্যেই রয়েছেন। কাতারের খেলোয়াড়রা নিজেদের দেশের টুর্নামেন্ট এমির কাপ খেলছে, বাংলাদেশের ফুটবলাররা নিজেদের ঘরোয়া লিগ খেলছে, আর আফগানিস্তানের কিছু ফুটবলার ইউরোপের নিম্নস্তরের কিছু লিগ খেলছে। আর এখানেই পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।