নতুন চ্যালেঞ্জের সাথে নামতে প্রস্তুত ভারতীয় দল, জানালেন কোচ স্টিমাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের মাত্র তিন দিন পরেই সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। ২১ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামবে ইগর স্টিম্যাচের দল। তাঁর আগে সংবাদ সম্মেলনে এসে স্টিমাচ টুর্নামেন্টের আমন্ত্রিত দলগুলিকে আনন্দের সাথে স্বাগত জানিয়েছেন।
স্টিমাচ বলেছেন, "আমি আশা করি এই সুন্দর বেঙ্গালুরু শহরে কুয়েত এবং লেবানন স্বাগত বোধ করবে। এই সাফ চ্যাম্পিয়নশিপ বেশ প্রতিদ্বন্দ্বীতামূলক হতে চলেছে। বিশেষ করে আমাদের গ্রুপ। প্রতিটি খেলা ভিন্ন রকম হতে চলেছে। দর্শকেরা ফুটবল ম্যাচগুলি উপভোগ করবেন এবং আশা করি প্রচুর গোল হবে।"
আরও পড়ুন- অবশেষে সব সমস্যা মিটিয়ে ভারতে খেলতে আসছে পাকিস্তান
সদ্য ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত। স্টিমাচ বলেছেন, "অবশ্যই ইন্টারকন্টিনেটাল কাপ জেতার পর দলের মেজাজ এখন অসাধারণ। আমরা ওড়িশাতে প্রতিটি মুহূর্ত খুব উপভোগ করেছি এবং নিজেদের খেলায় আমরা খুশি। তবে ম্যাচের পর ম্যাচ এই জিনিস ক্রমাগত করে যাওয়া কঠিন হতে চলেছে। প্রতিদিন নতুন চ্যালেঞ্জের সাথে আমাদের নামতে হবে।"
প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে ভারতীয় কোচ বলেছেন, "এখানে র্যাঙ্কিং নিয়ে কথা বলা উচিত নয়। পাকিস্তান দল কেনিয়ার থেকে ভালো খেলেছে। তারা অনেক বেশি সুযোগ তৈরি করেছে এবং অনেক বেশি আক্রমণাত্মক খেলেছে। তাঁদের ছয় থেকে সাত জন খেলোয়াড় বিদেশে নিজেদের প্রস্তুত করেছেন। তাঁদের গুণাবলির প্রশংসা করতেই হবে। পাকিস্তান শেষ দশ দিনে তিনটি ম্যাচ খেলেছে, তাই তারা ভাল প্রতিযোগিতার মনোভাব নিয়েই খেলতে নামবে।"