নেপাল নয়, অনুশীলনের খারাপ ব্যবস্থা নিয়েই চিন্তায় ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বৃহস্পতিবার নেপালের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ড্রয়ের পর প্রবলভাবে সমালোচিত হয়েছেন কোচ ইগর স্টিম্যাচ ও ভারতীয় দল। কিন্তু নেপালে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে ভারত। এদিকে আগামীকাল অর্থাৎ রবিবার নেপালের বিরুদ্ধে কাঠমান্ডুতে দ্বিতীয় প্রীতি ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।
কিন্তু ব্লু টাইগার্সদের কাছে চিন্তা নয় নেপাল, বরং চিন্তায় রয়েছে অনুশীলনের খারাপ ব্যবস্থাপনা নিয়ে। কাঠমান্ডুতে অনুশীলনের ব্যবস্থাপনা অত্যন্ত খারাপ। আর এর জেরে গত ২ সেপ্টেম্বরের পর থেকে হোটেলেই আটকে রয়েছে ভারতীয় দল।
এদিকে গত শুক্রবার সকালে বৃষ্টি হওয়ায় সন্ধ্যেবেলায় অনুশীলনে নামতে পারেনি ভারতীয় ফুটবলাররা, যার ফলে ম্যাচ রিকভারিই করতে পারছে না সুনীলরা। কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টারের প্র্যাকটিস পিচ খুবই ভিজে ও ভারী হয়ে গিয়েছে, জল জমে আছে মাটির গভীরে। আর এর জেরে খেলোয়াড়দের পুরো জুতোই মাটির তলায় চলে যাচ্ছে। ফলে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে।
একাধিক রিপোর্টের খবর, এই নিয়ে হেড কোচ ইগর স্টিম্যাচ অত্যন্ত অসন্তুষ্ট। অনুশীলনের মাঠ তো বটেই, এমনকি ম্যাচের জন্য কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের মাঠও খুব খারাপ। জানা গিয়েছে, ভারতীয় কর্মকর্তারা মূল স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি চাইলেও আয়োজকদের তরফে তা খারিজ করে দেওয়া হয়। আয়োজকদের দাবি, এক ঘন্টার অনুশীলনের ফলে ম্যাচের দিনে মাঠ খেলার অযোগ্য হবে।
এবং এর ফলে কার্যত অল্প অনুশীলনেই আবার নেপালের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। এবং গতবারের মত খারাপ ফল হলে তা খুবই অসন্তোষজনক হবে, এটি নিশ্চিত।