কবে শুরু হবে আইএসএল-আইলিগ-সুপার কাপ? এএফসিতে খেলবে কারা? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৬ আগস্ট, ডুরান্ড কাপ দিয়ে শুরু হচ্ছে সর্বভারতীয় ঘরোয়া মরশুম। প্রথম ম্যাচে সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। কিন্তু আইএসএল ও সুপার কাপ কবে শুরু হবে? কবে হতে পারে আইলিগের শুরু?
আইলিগ ও আইলিগ দ্বিতীয় ডিভিশনের সূচি এখনও অবধি জানা যায়নি। এদিকে ডুরান্ড কাপের গ্রুপ পর্ব আয়োজিত হবে ১৬ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ডুরান্ড কাপ শেষ হবে ১৮ সেপ্টেম্বর। এরপর হবে ইন্ডিয়ান সুপার লিগ।
আগামী ৬ অক্টোবর থেকে ১৮ মার্চ অবধি আয়োজিত হবে আইএসএল। তবে এবারের ফর্ম্যাটে এসেছে বদল। লিগ পর্বে শীর্ষ দুই দল সরাসরি সেমি ফাইনালে যোগ্যতা অর্জন করবে। এদিকে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানাধিকারী দলগুলির মধ্যে হবে নকআউট ম্যাচ।
তৃতীয় স্থানাধিকারী দল খেলবে ষষ্ঠ স্থানাধিকারী দলের বিরুদ্ধে, আর চতুর্থ স্থানাধিকারী দল খেলবে পঞ্চম স্থানাধিকারী দলের বিরুদ্ধে। এই ম্যাচগুলি হবে একক লেগের, যে দল উচ্চতর স্থানে থাকবে, তাদের হোমেই হবে এই ম্যাচ। এই দুই ম্যাচের বিজয়ী দুই দল যাবে সেমি ফাইনালে। তবে সেমি ফাইনাল ও ফাইনালের ফর্ম্যাটের পরিবর্তন হচ্ছে না।
এদিকে সুপার কাপ আয়োজিত হওয়ার কথা রয়েছে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ১৪ মে অবধি। তবে কি ফর্ম্যাটে খেলা হবে, সে নিয়ে এখনও নিশ্চয়তা আসেনি।
এদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২০২৩-২৪ এর মূলপর্বে কোন ভারতীয় দল খেলবে? এই নিয়ে একটি প্রশ্ন রয়েইছে। ২০২১-২২ আইএসএল শিল্ড বিজয়ী জামসেদপুর এফসির বিরুদ্ধে খেলবে ২০২২-২৩ আইএসএলের শিল্ড বিজয়ী দল। এই প্লেঅফ ম্যাচে যে জয়ী হবে, তারা খেলবে ২০২৩-২৪ মরশুমের চ্যাম্পিয়ন্স লিগ।
এদিকে গত আইলিগ জয়ী দল গোকুলাম কেরালা এফসি এবং আগামী মরশুমে সুপার কাপের বিজয়ী দলের মধ্যে হবে প্লেঅফ ম্যাচ। সেই ম্যাচে জয়ী দল সুযোগ পাবে এএফসি কাপের মূলপর্বে।
এবং শেষে, এএফসি কাপ প্লেঅফসে কোন দল সুযোগ পাবে? গত আইএসএল চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফসিকে খেলতে হবে ২০২২-২৩ আইএসএলের বিজয়ী দলের বিরুদ্ধে। সেই ম্যাচে জয়ী দল পাবে প্লেঅফসের সুযোগ।