ফুটবলের পীঠস্থান হল কলকাতা! খেলা হবে দিবসে বার্তা জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আন্তর্জাতিক মরশুমের জন্য গত সোমবার থেকে কলকাতায় প্রস্তুতি শিবির শুরু করেছে ভারতীয় ফুটবল দল। এবং সেই প্রস্তুতির মাঝে বাংলায় খেলা দিবস উপলক্ষ্যে আইএফএ একাদশের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রীতি ম্যাচ খেলে ভারতীয় দল, যেখানে আকাশ মিশ্রার গোলে জেতে ভারত।
এই প্রস্তুতি ম্যাচ নিয়ে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ বলেছেন, "আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ এই ম্যাচ আয়োজনের জন্য, এবং সর্বোচ্চ চেষ্টা করব এরকম আরও ম্যাচের জন্য। এরকম নিয়মিত ম্যাচ হলে আমাদের কোনও সমস্যা নেই, এবং সাত দিন পর আমরা আবারও একটি প্রস্তুতি ম্যাচের কথা ভাবতে পারি।"
এরপর কলকাতার ফুটবলের প্রশংসা করে স্টিম্যাচ বলেন, "কলকাতা হল ফুটবলের পীঠস্থান। যখন অতিমারির জেরে খেলা পাওয়া যাচ্ছিল না, এটি নিঃসন্দেহে অন্যতম সেরা জায়গা অনুশীলন করার জন্য।"
প্রস্তুতি ম্যাচ খেললেও খেলোয়াড়দের সুরক্ষা সম্বন্ধে সচেতন ছিলেন স্টিম্যাচ। তিনি বলেছেন, "আমি সতর্ক ছিলাম যাতে আমার খেলোয়াড়রা কোনও চোট না পায়, এবং বুঝতে চেয়েছিলাম ওরা খেলাটিকে কিভাবে ধরবে। অনেক দিন পর, তেমন কোনও অনুশীলন না করে ওরা মাঠে নেমেছে।"