সকল প্রেডিকশনকে উড়িয়ে দিয়ে ওমানের বিরুদ্ধে অভিনব একাদশ প্রকাশ করল টিম ইন্ডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ওমানের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ভারতীয় একাদশ নিয়ে একাধিক প্রেডিকশন ও ভবিষ্যতবানী করা হয়েছিল। কিন্তু সকল ভবিষ্যতবানীকে উড়িয়ে দিয়ে অভিনব একাদশ আনলেন কোচ ইগর স্টিম্যাচ। মূলত রিজার্ভ দলের শক্তি দেখার জন্য একাধিক নিয়মিত খেলোয়াড়দের বেঞ্চে বসালেন কোচ।
গোলে গুরপ্রীতের জায়গায় প্রথম থেকে শুরু করছেন অমরিন্দর সিং। এবারের আইএসএলে দারুণ পারফর্ম করেছেন অমরিন্দর। এদিকে মোট ছয়জন নিজেদের আন্তর্জাতিক অভিষেক করতে চলেছেন। তারা হলেন লেফট ব্যাক আকাশ মিশ্রা, ফুলব্যাক আশুতোষ মেহতা ও চিঙ্গলসানা, সুরেশ ওয়াংঝাম, বিপিং সিং এবং জিকসন সিং। এদিকে দলের নেতৃত্ব দেবেন তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান।
ওমানের বিরুদ্ধে ভারতীয় একাদশ – অমরিন্দর সিং (গোলকিপার), আশুতোষ মেহতা, আকাশ মিশ্রা, চিঙ্গলসানা সিং, সন্দেশ ঝিঙ্গান (অধিনায়ক), মনবীর সিং, বিপিন সিং, সুরেশ সিং, রাউলিন বর্জেস, জিকসন সিং, আশিক কুরুনিয়ন।