ভিয়েতনাম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে উজবেক চ্যালেঞ্জ লড়ার বার্তা ভারতের ছোটদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অনুর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিরুদ্ধে ১-১ ফলে ড্র করে ভারত। তবে এই ড্র সত্ত্বেও খুব একটা চিন্তিত নন ভারতের কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ। বরং এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে উজবেকিস্তানের বিরুদ্ধে লড়ার বার্তা দিলেন দলের ছেলেদের।
আরও পড়ুন - ইন্দোনেশিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন চিরাগ ও সাত্ত্বিকসাইরাজ
এই নিয়ে বিবিয়ানো বলেছেন, "এই স্কোরলাইন সকলের জন্যই লাভজনক, মানে গ্রুপের সকলের জন্যই (উজবেকিস্তান বনাম জাপান ম্যাচও ১-১ ড্র হয়েছে)। অবশ্যই, কাহিনী আরও ভাল হতে পারত যদি আমরা তিন পয়েন্ট পেতাম। তবে আমরা এই খেলা থেকে আত্মবিশ্বাস নিয়ে আগামী দুটি ম্যাচের জন্য ভালোভাবে ফিরব।"
ভিয়েতনামের বিরুদ্ধে ড্র নিয়ে বিবিয়ানো বলেছেন, "শেষ অবধি এই ফলাফল আমাদের জন্য ভালই হয়েছে। ভিয়েতনামও খুব ভাল ফুটবল খেলেছে। অবশ্যই তিন পয়েন্ট পেলে ভাল হত, তবে যা হওয়ার তা হয়েছে।"
আগামী প্রতিপক্ষ উজবেকিস্তানকে নিয়ে ভারত কোচ বলেছেন, "উজবেকিস্তান খুবই শক্তিশালী দল। আমরা ওদের বিরুদ্ধে আগেও খেলেছি। আর আমাদের কাছে যা তথ্য রয়েছে, সেটি দিয়েই আমরা পরের ম্যাচে ভাল ফল করব।"
"গত জানুয়ারি থেকে এই দলটা আরও বেশি ভাল হয়েছে, ফলে ম্যাচটা অন্যরকম হবে। কিন্তু আমি আত্মবিশ্বাসী ছেলেরা নিজেদের দূর্বলতাকে কাটিয়ে ভাল করবে।"