অদিতির দুর্দান্ত পারফর্মেন্সেও হার মানল ভারত, কোনওক্রমে জয় পেল উজবেকিস্তান

উজবেকিস্তান - ১ (মাফতুনা শোইমোভা)
ভারত – ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিদেশের মাটিতে দুটি প্রস্তুতি ম্যাচে একটি ড্র ও একটি লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছিল পুরুষদের ভারতীয় ফুটবল দল। এদিকে বিদেশের মাটিতে দেশকে গর্ব করার দায়িত্ব এসেছিল মহিলাদের জন্য। এবং স্রেফ অল্পের জন্য গর্বের মুহুর্ত থেকে বঞ্চিত থেকে গেল টিম ইন্ডিয়া। শক্তিশালী উজবেকিস্তানের বিরুদ্ধে শেষের দিকে মাত্র এক গোলেই হারল ভারত।
এই ম্যাচে কার্যত একা কুম্ভ হয়ে লড়েছেন ভারতীয় গোলকিপার অদিতি চৌহান। যেন দেওয়াল হয়ে দূর্গের শেষ অংশ সামলাচ্ছিলেন অদিতি। প্রথমার্ধে উজবেকিস্তান বেশ কিছু সুযোগ তৈরি করেছিল, কিন্তু অদিতি দারুণ কিছু সেভ দেন। কোচ মেইমোল রকির অধীনে ভারতীয় দল অত্যন্ত ভালো লড়াই দিচ্ছিল উজবেক মহিলাদের। বেশ কিছু সুযোগ তৈরি করেছিল ভারতীয় ফুটবলাররা।
এদিকে দ্বিতীয়ার্ধে ভারত দুটি বড় সুযোগ পায়, কিন্তু সেই দুটি বড় সুযোগ হাতছাড়া করেন ভারতের স্ট্রাইকাররা। আর এটি যেন বড় ভুল হয়ে যায় ভারতের তরফে। ৭৫ মিনিটে উজবেকিস্তানের মাফতুনা শোইমোভা দুর্দান্ত ফ্রিকিকে গোল করে দেশকে এগিয়ে দেন। আর শেষ অবধি এই এক গোলের দৌলতে জয় পায় উজবেকিস্তান।
তবে ভারতীয় দলের এই পারফর্মেন্সে নিঃসন্দেহে খুশি হবেন কোচ মেইমোল রকি। ডিফেন্সে ভারত অত্যন্ত ভালো খেলেছে, কেবল আক্রমণে কিছু সহজ সুযোগ মিস করেছে। এরপর বেলারুশের বিরুদ্ধে সেই ভুলগুলি শুধরে নিতে চাইবেন কোচ। তবে ম্যাচের পর উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন ভারতীয় ফুটবলার ও সাপোর্ট স্টাফদের বিশেষভাবে সম্মানিত করেন।