ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র এর পর হতাশ ভারতীয় দলের কোচ ডেনেরবাই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক ইরানের মহিলা দলের থেকে ভারতীয় মহিলা দল ফিফা ক্রমতালিকায় অনেক এগিয়ে। তা সত্ত্বেও এএফসি এশিয়া কাপের প্রথম ম্যাচে কাঙ্খিত জয় না পাওয়ায় স্বভাবতই হতাশ দলের কোচ থমাস ডেনেরবাই।
ভারতীয় বাঘিনীদের পরের ম্যাচ ২৩ তারিখ চাইনিজ তাইপেই এর বিরুদ্ধে। যদিও ডেনেরবি তাঁর দলের বিষয় আগামী ম্যাচগুলোতে বেশ আশাবাদী।
তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, "আমি মনে করি আমাদের দলের ডিফেন্স খুব ভালো, ওরা যতবার প্রতি আক্রমণে এসেছে আমরা তা সাফল্যের সাথে রুখেছি। শুধু আক্রমণে কিছু পরিবর্তন করলে আমরা সামনের ম্যাচে আকাঙ্ক্ষিত জয় তুলে নিতে পারব।"
তিনি আরও বলেন, "ম্যাচে গোলটাই আসল। আপনি কেমন খেললেন সেটা বড় কথা নয়, ভালো খেলেও পয়েন্ট নষ্ট করলে তার কোনও দাম থাকে না।"