শেষ বাঁশি অবধি লড়ব - ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে বার্তা ভারতীয় মহিলা দলের হেডস্যারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শুক্রবার চতুর্দেশীয় টুর্নামেন্ট খেলতে নামবে ভারতীয় মহিলা ফুটবল দল। আর প্রথম ম্যাচেই প্রতিপক্ষে থাকবে শক্তিশালী ব্রাজিল, যারা ফিফা র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে রয়েছে। এছাড়া ব্রাজিল দলে রয়েছেন মার্টা, যিনি বিশ্বের সর্বশ্রেষ্ট মহিলা ফুটবলার হিসেবে বিবেচিত হন।
এই পরিস্থিতিতে আন্ডারডগ হয়েই নামতে হবে ভারতকে। তবে বুধবার লড়াইয়ের ডাক দিয়েছেন ভারতের হেডস্যার থমাস ডেনেরবি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে, ডেনেরবি জানিয়েছেন যে তার দল শেষ বাঁশি বাজা অবধি লড়বে।
ডেনেরবির কথায়, "ম্যাচে আমরা জেতার মানসিকতা নিয়ে নামব। আমি কখনও আমার খেলোয়াড়দের বলি না যে আমি ০-১ বা ০-২ ফলে খুশি। তবে আমাদের এটাও বুঝতে হবে যে আমরা সব ম্যাচ জিততে পারব না। যদিও, আমরা জয়ের মানসিকতা ধরে রাখতে চাই, যেখানে আমরা ম্যাচ হারতে ঘৃণা করব এবং শেষ বাঁশি অবধি লড়ব।"
টুর্নামেন্টের আয়োজক দেশ তথা বিশ্ব ফুটবলের হেভিওয়েট ব্রাজিলের বিরুদ্ধে নামাটা অনুপ্রেরণাদায়ক হবে খেলোয়াড়দের জন্য, এমনটাই মনে করছেন ডেনেরবি।
তিনি বলেছেন, "দলে বেশ উত্তেজনা রয়েছে কারণ ব্রাজিল একটি দুর্দান্ত ফুটবল দেশ এবং আমরা একাধিক ব্রাজিলিয়ান খেলোয়াড়দের অনুসরণ করি। আমরা ওদের শ্রদ্ধা করি, এবং ওদের থেকে অনেক কিছু শেখার আছে। ওদের বিরুদ্ধে খেলা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।"