ব্রাজিল আমাদের সব থেকে বেশি চাপে ফেলবে, বার্তা ভারতের মহিলা দলের কোচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৫ নভেম্বর ব্রাজিলে চার দেশীয় টুর্নামেন্ট খেলবে ভারতীয় মহিলা দল। ব্রাজিল ছাড়াও তাদের খেলতে হবে চিলি ও ভেনেজুয়েলার সাথে। আর এই নিয়ে প্রস্তুতি তুঙ্গে ভারতের। কোচ থমাস ডেনেরবির অধীনে ভারতের মেয়েরা অনুশীলনে মগ্ন। এই পরিস্থিতিতে ডেনেরবি আশাবাদী, ব্রাজিলের বিরুদ্ধে ভালো পারফর্ম করবে ভারতের মেয়েরা।
ব্রাজিল ম্যাচ নিয়ে ডেনেরবি বলেছেন, "ব্রাজিল খুবই ভালো দল। আমি যবে থেকে এসেছি, কোনও দল আমাদের ডিফেন্সকে সমস্যায় ফেলতে পারেনি যতটা ব্রাজিল করবে আগামী সপ্তাহে।"
এরপর ডেনেরবি বলেছেন, "দ্বিতীয় ম্যাচে, চিলি খুবই টেকনিকাল একটি দল। কিন্তু আমরা যে কঠিন পরিশ্রম করছি, তাতে ভালো ফলের আশা করতে পারি। ভেনেজুয়েলা ম্যাচও কঠিন হবে।"
আগামী ২৫ নভেম্বর ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ২৮ তারিখ চিলি ও ১ ডিসেম্বর ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবে ভারত।