খারাপ মাঠে ছন্নছাড়া ফুটবল খেলেও নেপালকে হারাল ভারত, খেলা নিয়ে চিন্তা রয়েই গেল

নেপাল - ১ (তেজ তামাং)
ভারত - ২ (ফারুখ চৌধুরী, সুনীল ছেত্রী)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের মত খারাপ পিচে ছন্দময় ফুটবল খেলা দেখা যাবে না, এমনটাই আন্দাজ করা হয়েছিল। কিন্তু প্রচুর মিসপাস ও দূর্বল ডিফেন্ডিংয়ের জেরে নেপালের কাছে কিছুটা থমকে গিয়েছিল ভারত। তবে শেষ অবধি আক্রমণ করে জয় হাসিল করল ভারত। কিন্তু এই ছন্নছাড়া ফুটবল নিঃসন্দেহে চিন্তায় রাখবে ভারতীয় ফুটবল সমর্থকদের।
শুরু থেকেই মিসপাসিং শুরু করেছিল ভারত। একাধিক বার ভারতীয় ডিফেন্সের ভুল পাসে সুযোগ পেয়ে যায় নেপাল, যদিও কোনও সদ্ব্যবহার করতে পারেনি স্বাগতিকরা। এদিকে ভারত আক্রমণে সুযোগ পেলেও নেপালি ডিফেন্সে বারবার আটকে যায়। আর এর জেরে প্রথমার্ধে গোলশূন্যই থেকে যায়।
তবে দ্বিতীয়ার্ধে যাবতীয় নাটক শুরু হয়। ৬২ মিনিটে চিঙ্গলসানা সিং লং বল বাড়ান নেপালের বক্সে, সুনীল ছেত্রী লাফিয়ে সেটি হেড করেন ফারুখ চৌধুরীর উদ্দেশ্যে, যিনি গোল করতে কোনও ভুল করেননি। এরপর ৮০ মিনিটে অনিরুধ থাপার পাস পেয়ে দারুণ গোল করেন অধিনায়ক সুনীল ছেত্রী। যদিও ক্লিনশিট ধরে রাখতে পারেনি নেপাল। পাঁচ মিনিট পরে দুরপাল্লার শটে গোল করেন তেজ তামাং। আর শেষ অবধি স্রেফ এক গোলের ব্যবধানে জেতে ভারত।
তবে জয় পেলেও এই পারফর্মেন্স চিন্তায় ফেলবে কোচ ইগর স্টিম্যাচ ও তার ভবিষ্যতকে। এমন ছন্দহীন ফুটবল আসন্ন সাফ কাপের জন্য খুবই বিপদজনক হবে ভারতের জন্য, এমনটাই আশঙ্কা করছেন সমর্থকরা। এবং সাফ কাপে ভারতের খারাপ পারফর্মেন্স হলে ইগরের কোচিংয়ের ইতি ঘটতেই পারে, এমন সম্ভাবনা জোরালো হচ্ছে।