ভারত-পাকিস্তান ম্যাচ এবার ফুটবলেও! ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিপক্ষ কারা? জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ক্রিকেটের পর এবার ফুটবলেও মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। বুধবার সম্পন্ন হল ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের সরকারি ড্র। আয়োজক দেশ হিসাবে গ্রুপ 'এ' তে রয়েছে ভারতীয় ফুটবল দল। এই গ্রুপে তারা মুখোমুখি হবে নেপাল, পাকিস্তান এবং আমন্ত্রিত দেশ কুয়েতের। গ্রুপ 'বি' তে রয়েছে লেবানন, মালদ্বীপ, ভুটান এবং বাংলাদেশ।
১৪ তম সাফ চ্যাম্পিয়নশিপ আগামী ২১ জুন থেকে শুরু হবে বেঙ্গালুরুতে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে ৪ জুলাই। ৮ বারের সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী ভারতের জন্য আসন্ন এএফসি এশিয়ান কাপের আগে এই টুর্নামেন্ট বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
দুটি গ্রুপের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী দল খেলবে সেমিফাইনাল ম্যাচ।