দূর্বল শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ কাপের প্রথম জয় পেতে মরিয়া ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার সাফ কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারত। কিন্তু ১০ জনের বাংলাদেশের কাছে আটকে যাওয়া ব্লু টাইগার্সের পক্ষে বেশ মুশকিল হবে আবারও ঘুরে দাঁড়ানোর।
তবে সুবিধা এখানেই, সামনে এবার দূর্বল শ্রীলঙ্কা। র্যাঙ্কিংয়ে ২০৫তম স্থানে থাকা শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের কাছে হেরেছে। এর জেরে শ্রীলঙ্কার মনোবল বেশ নীচের দিকে। আর এই সুবিধাকে ব্যবহার করে এগিয়ে যাওয়ার ভাবনায় কোচ ইগর স্টিম্যাচ।
তবে বাংলাদেশের বিরুদ্ধে নামা একাদশে কোনও পরিবর্তন আনতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও শ্রীলঙ্কা দলে ফিরছেন ডিফেন্ডার ডাকসন পুসলাস।
কিন্তু এখানে ভারতের চিন্তা থাকবে তাদের নড়বড়ে ডিফেন্স নিয়ে। বাংলাদেশ ম্যাচে খারাপ পারফর্ম করা চিঙ্গলসানা সিংকে এই ম্যাচে যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ শ্রীলঙ্কার মহম্মদ আকিব ও কাভিন্দু ইশানের গতিকে রুখতে হবে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ - গুরপ্রীত সিং সান্ধু (গোলকিপার), সেরিটন ফার্নান্ডেজ, প্রীতম কোটাল, চিঙ্গলসানা সিং, শুভাশিস বোস, গ্লেন মার্টিন্স, লালেংমাউইয়া, উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, সুনীল ছেত্রী (অধিনায়ক), মনবীর সিং।