বাংলাদেশের মাঝমাঠকে হারানোর চ্যালেঞ্জ থাকবে ভারতের, অপরাজেয় রেকর্ড নিয়ে নামবে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার সাফ কাপের অভিযানে নামছে ব্লু টাইগার্স, সামনে প্রতিবেশী দেশ বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে অবশ্যই অ্যাডভান্টেজ ভারত। সদ্য বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে এই বাংলাদেশকেই সুনীল ছেত্রীর জোড়া গোলে হারিয়েছিল ভারত।
তবে ভারতের পক্ষে চিন্তা থাকবে তাদের ফর্ম। সদ্য নেপালের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে একটি ড্র ও একটি কষ্টার্জিত জয় - যার জেরে কিছুটা চিন্তা থাকবে টিম ম্যানেজমেন্টে। এছাড়া কোচ ইগর স্টিম্যাচের মাথায় রয়েছে বড় চাপ। এই টুর্নামেন্ট জিততে না পারলে তার চাকরি চলে যেতেই পারে, ফলে মরণবাঁচন অবস্থা স্টিম্যাচের। এই পরিস্থিতিতে ভারতের খেলা বদলে যেতেই পারে।
তবে ভারতের সমস্যা হবে বেশ কিছু খেলোয়াড়ের অনুপস্থিতি। করোনায় আক্রান্ত অমরিন্দর সিং। আকাশ মিশ্রা, প্রণয় হালদার ও বিপিন সিংয়ের মত তারকাদের দলে নেওয়া হয়নি। তবে উদান্তা সিংয়ের আগমণে ভারত নিঃসন্দেহে সেই গতি পাবে, যা বাংলাদেশকে কাঁপিয়ে দিতে পারে।
অপর দিকে জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে তপু বর্মনের গোলে জিতেছে তারা। জেমি ডে এর পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এসেছেন অস্কার ব্রুজোন, এবং ৪-১-৪-১ ফর্মেশনে বেশ আক্রমণাত্মক ছক সাজিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ফলে মাঝমাঠে লোক বাড়িয়ে কাউন্টারে খেলার পরিকল্পনা থাকবে বাংলাদেশের।
কিন্তু সাফ কাপে বাংলাদেশের কাছে একটিও ম্যাচ হারেনি ভারত, পাঁচ ম্যাচে জয় ও চার ম্যাচ ড্র হয়েছে। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপের সব থেকে সফল দলও ভারত, সাত বার জিতেছে। সুতরাং ফেভারিট হিসেবেই নামবে টিম ইন্ডিয়া।