বাংলাদেশের বিরুদ্ধে তিন ডিফেন্সে নামছে ভারত, আক্রমণাত্মক একাদশ ঘোষণা দুই দলেরই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ঘোষিত হল ভারত ও বাংলাদেশের প্রথম একাদশ। এবং ভারতের একাদশ দেখে স্পষ্ট, এই ম্যাচে একেবারে মরণপন উপায়ে জিততে চাইছে ইগর স্টিম্যাচ ও তার ছেলেরা। অন্যদিকে বেশ শক্তিশালী একাদশ নামিয়েছে বাংলাদেশও।
তিন ডিফেন্স নিয়ে নামছে ভারত। যেখানে প্রীতম কোটালকে বসিয়ে শুভাশিস বোস, সন্দেশ ঝিঙ্গান ও চোট সারিয়ে ফিরে আসা চিঙ্গলসানা সিং রয়েছেন ডিফেন্সে। এদিকে গ্ল্যান মার্টিন্সকে মাঝখানে রেখে ব্র্যান্ডন ফার্নান্ডেজকে খেলাচ্ছে ভারত। এছাড়া উদান্তা সিং শুরু থেকে খেলবেন সুনীল ছেত্রীর পাশে।
এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের একাদশ -
ভারত - গুরপ্রীত সিং সান্ধু (গোলকিপার), শুভাশিস বোস, চিঙ্গলসানা সিং, সন্দেশ ঝিঙ্গান, গ্লেন মার্টিন্স, মনবীর সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, সুনীল ছেত্রী (অধিনায়ক), বিপিন সিং, উদান্তা সিং, সুরেশ সিং।
বাংলাদেশ - আনিসুর রহমান (গোলকিপার), মহম্মদ রহমত মিয়াঁ, তপু বর্মন, জামাল ভুঁইয়া (অধিনায়ক), মাসুক মিয়াঁ জোনি, বিপ্লব আহমেদ, মহম্মদ মাটিন মিয়াঁ, তারিক রহমান, রিয়াদুল হাসান, মানিক হোসেন, রাকিব হোসেন।