ইতালি ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে যাবে ভারতীয় অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতে আয়োজিত হবে ফিফা অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ। আর এই মেগা টুর্নামেন্টের প্রস্তুতি নিতে ভারতীয় অনুর্ধ্ব ১৭ দল বিদেশে দুটি টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নিয়েছে।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ইতালি ও নরওয়েতে বহু দেশীয় টুর্নামেন্ট খেলবে ভারতের মেয়েরা। এবং এই দুই টুর্নামেন্টে ইতালি ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে চলেছে ভারতীয় অনুর্ধ্ব ১৭ দল।
আগামী ২২-২৬ জুন ইতালিতে টোর্নেও মহিলা ফুটবল টুর্নামেন্টে ভারত খেলবে চিলি, ইতালি ও মেক্সিকোর বিরুদ্ধে। ২২ জুন গ্রাডিস্কা ডি'ইসোঞ্জো স্টেডিয়ামে ইতালির বিরুদ্ধে খেলবে ভারত।
এরপর ১-৭ জুলাই নরওয়েতে ওপেন নর্ডিক অনুর্ধ্ব ১৬ মহিলা টুর্নামেন্টে ভারত খেলবে নেদারল্যান্ডস, নরওয়ে, আইসল্যান্ড, ডেনমার্ক, ফ্যারো আইল্যান্ডস, ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে। স্ট্রোমমেন এরিনারে আগামী ১ জুলাই নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে ভারত।
এবং এই দুই টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতের হেড কোচ টমাস ডেনারবি। এক নজরে দেখে নেওয়া যাক এই ভারতীয় দল।
গোলকিপার - মোনালিসা দেবী, হেমপ্রিয়া সেরাম, কেইশাম মেলোডি চানু।
ডিফেন্ডার - আসতাম ওরাওঁ, কাজল, ভূমিকা মানে, নাকেতা, পূর্ণিমা কুমারী, শুভাঙ্গী সিং, সুধা অঙ্কিতা টিরকে, ভর্ষিকা।
মিডফিল্ডার - ববিনা দেবী, গ্ল্যাডিস যোনুনসাঙ্গী, মিশা ভান্ডারি, পিঙ্কু দেবী, নিতু লিন্ডা, শৈলজা।
ফরোয়ার্ড - অনিতা কুমারী, কাজল ডি সুজা, নেহা, রেজিয়া দেবী লাইশ্রাম, শেলিয়া দেবী, লিন্ডা কম সেরতো।