এই আন্তর্জাতিক প্রতিযোগিতার খেলার বিষয়ে সরকারিভাবে সম্মতি দিল ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : থাইল্যান্ডে হতে চলা আসন্ন কিংস কাপে খেলার জন্য সরকারিভাবে সম্মতি দিল ভারতের সিনিয়র ফুটবল দল। এর আগে মৌখিকভাবে সম্মতি দিলেও, শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয়।
কিংস কাপের ৪৯তম সংস্করণে ভারত ছাড়াও খেলবে আয়োজক থাইল্যান্ড, ইরাক ও লেবানন। নকআউট পর্যায়ে এই প্রতিযোগিতাটি আয়োজিত হবে। আগামী ৭-১০ সেপ্টেম্বর হবে এই টুর্নামেন্ট।
আরও পড়ুন - প্রথম মিনিট থেকে জেতার মানসিকতা নিয়ে নামব, লেবাননের বিরুদ্ধে ফাইনালে আত্মবিশ্বাসী স্টিম্যাচ
এর আগে ২০১৯ সালে শেষবার ভারত কিংস কাপ খেলেছিল, যেখানে তারা তৃতীয় স্থানে শেষ করেছিল। সেবার ইগর স্টিম্যাচের অধীনে ভারত সেমি ফাইনালে কুরাকাওয়ের বিরুদ্ধে ১-৩ ফলে হেরেছিল। শেষে তৃতীয় স্থানাধিকারী ম্যাচে থাইল্যান্ডকে ১-০ ফলে হারায় ভারত।