লেবাননের বিরুদ্ধে সুন্দর ফুটবলের আশা রাখছেন না ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে যোগ্যতা অর্জন করে ফেলেছে আয়োজক দেশ ভারত। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে লেবাননের বিরুদ্ধে খেলবে ব্লু টাইগার্স।
তবে এই ম্যাচের সেরকম গুরুত্ব না থাকলেও, ম্যাচটি জিততে মরিয়া হেড কোচ ইগর স্টিম্যাচ। টুর্নামেন্টের কঠিনতম প্রতিপক্ষ লেবাননের বিরুদ্ধে সেরা একাদশ নামানোর বার্তা দিলেন ভারত কোচ।
আরও পড়ুন - সেই সুনীল ছেত্রীতেই এল জয়! ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ভারত
ম্যাচের আগে স্টিম্যাচ বলেছেন, "আমরা ঘরের মাটিতে খেলছি, আর আমরা জেতার লক্ষ্যে প্রতিটা ম্যাচে নামি। আগের ম্যাচে লেবানন কেমন খেলেছে, সেটি গুরুত্বপূর্ণ নয়। দুপুরে দুটি ম্যাচ খেলা ওদের পক্ষে কঠিন হয়েছে।"
"আমাদের জন্য, এটি খুব কঠিন ম্যাচ হবে, যেহেতু ওদের খেলোয়াড়দের ভালো ক্ষমতা রয়েছে। তবে ওদের দূর্বলতাও রয়েছে, যা আমরা দেখতে পেয়েছি। তাই, এটি একটি উল্লেখযোগ্য ম্যাচ হবে, হয়ত সুন্দর হবে না, তবে উল্লেখযোগ্য হবে।"
এই ম্যাচটি টুর্নামেন্টের পরিপ্রেক্ষিতে নিয়মরক্ষার হলেও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে ৯৯ স্থানে থাকা লেবাননের বিরুদ্ধে খেলবে ১০১ স্থানে থাকা ভারত। লেবাননকে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে ১০০ এর উপরে উঠে আসবে ভারত।