ফিফা বিশ্বকাপ ২০২২ এর যোগ্যতা অর্জনের বাকি ম্যাচ কাতারে খেলবে ভারত, ঘোষণা এএফসির

সব্যসাচী ঘোষ : ইতিমধ্যেই ২০২২ বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। এখন সম্মানরক্ষা ও আসন্ন এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য যোগ্যতা অর্জন পর্বের বাকি ম্যাচ খেলবে ভারত। কিন্তু এবার সেই ম্যাচগুলি খেলতে হবে ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে। এদিন এশিয়ান ফুটবল কনফেডারেশন এমনটাই ঘোষণা করেছে।
এএফসি নিজেদের বিবৃতিতে জানিয়েছে, আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর যোগ্যতা অর্জনের ম্যাচগুলি সেন্ট্রালাইজড ভেন্যুতে খেলা হবে। ভারতের খেলা নিয়ে এএফসি নিজেদের বিবৃতিতে জানিয়েছে, “ফিফা বিশ্বকাপ ২০২২ এর আয়োজক কাতার, স্বাগত জানাবে নিজেদের গ্রুপ ই এর প্রতিযোগী ওমান, আফগানিস্তান, ভারত ও বাংলাদেশকে।“
এছাড়া এএফসি এই সেন্ট্রালাইজড ভেন্যু নিয়ে বলেছে, “এশিয়ার মেম্বার্স অ্যাসোসিয়েশনের সাথে কথা বলার পর, এশিয়ান ফুটবল কনফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে যে ফিফা বিশ্বকাপ ২০২২ এর এশিয়ান কোয়ালিফায়ার এবং এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর সমস্ত ম্যাচ সেন্ট্রালাইজড ভেন্যুতে হবে, যা আগামী ৩১ মে থেকে ১৫ জুন অবধি খেলা হবে।“
এই মুহুর্তে গ্রুপ ইতে ভারত চতুর্থ স্থানে রয়েছে, পাঁচ ম্যাচে মাত্র তিন পয়েন্ট জোগাড় করে। ১৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে কাতার, আর দ্বিতীয় স্থানে রয়েছে ওমান।
এএফসির নির্দেশ অনুযায়ী, গ্রুপ এ এর বাকি যোগ্যতা অর্জনের ম্যাচ আয়োজন করবে চীন, যেখানে রয়েছে সিরিয়া, ফিলিপিন্স, মালদ্বীপ ও গুয়াম।
গ্রুপ বি এর বাকি ম্যাচ হবে কুয়েতে, এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, জর্ডান, নেপাল ও চাইনিজ তাইপেই।
গ্রুপ সি এর ম্যাচগুলি খেলা হবে বাহরিনে, যেখানে বাকি প্রতিদ্বন্দ্বীরা রয়েছে ইরাক, ইরান, হংকং ও কম্বোডিয়া।
গ্রুপ ডিতে উজবেকিস্তান, সিঙ্গাপুর, ইয়েমেন এবং প্যালেস্তাইনের বাকি ম্যাচ আয়োজন করবে সৌদি আরব।
গ্রুপ এফ এর বাকি ম্যাচ আয়োজন করবে জাপান, গ্রুপের বাকি সদস্যরা হল কিরগিজস্তান, তাজিকিস্তান, মায়ানমার এবং মঙ্গোলিয়া।
গ্রুপ জি এর বাকি ম্যাচ খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে, যেখানে খেলবে ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যাড এবং ইন্দোনেশিয়া।
আর সব শেষে গ্রুপ এইচ এর ম্যাচ হবে দক্ষিণ কোরিয়ায়, যেখানে রয়েছে তুর্কমেনিস্তান, লেবানন, উত্তর কোরিয়া এবং শ্রীলঙ্কা।