হংকংয়ের বিরুদ্ধে নামার কয়েক ঘন্টা আগেই এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার এএফসি এশিয়ান কাপে গ্রুপ ডি এর শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও হংকং। দুই দলই ছয় পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে, স্রেফ গোল পার্থক্য কম হওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
এই পরিস্থিতিতে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত ছিল, তবে মঙ্গলবার সকালে সেটি পূর্ণাঙ্গ নিশ্চয়তায় পরিণত হয়েছে। গ্রুপ বি এর ম্যাচে প্যালেস্টাইন ৪-০ গোলে হারায় ফিলিপিন্সকে। আর এর ফলে সরাসরি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল ভারত।
এর ফলে ২০১৯ সালের পর ২০২৩ সালে পরপর দুইবার এশিয়ান কাপের মূলপর্বে খেলতে নামবে ভারত। আর এটি নিঃসন্দেহে বড় খবর ভারতীয় ফুটবল মহলের জন্য। ফলে ভারত ও হংকংয়ের ম্যাচটি স্রেফ গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ের জন্য হবে, তা বলাই যায়।