ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে লেবাননকে হারাতে এই একাদশে নামতে পারে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও লেবানন। ফিফা র্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে থাকা লেবাননের বিরুদ্ধে লড়াইটা কঠিন হবে ভারতের। ১৯৭৭ সালের প্রেসিডেন্টস কাপের পর থেকে লেবাননকে হারাতে পারেনি ভারত, ফলে সেই হিসেব মাথায় থাকবে সুনীল ছেত্রীদের।
গ্রুপ পর্বে লেবাননের বিরুদ্ধে সেরা একাদশ না নামালেও সুযোগের পর সুযোগ তৈরি করেছিল ভারত, যা নিশ্চিন্ত করেছিল ইগর স্টিম্যাচকে। তবে ফাইনালে সেরা একাদশ নামাতে হবে ভারতকে, নইলে কাজটা খুব কঠিন হবে শারীরিক দিক থেকে শক্তিশালী লেবাননক হারাতে।
গোলে শুরু করতে পারেন অমরিন্দর সিং। এদিকে দুই সাইডব্যাক হিসেবে আকাশ মিশ্রা ও প্রীতম কোটালকে খেলাতে পারেন স্টিম্যাচ। কিংবা প্রীতমের জায়গায় নিখিল পুজারিও খেলতে পারেন। দুই সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ার আলি ও সন্দেশ ঝিঙ্গানের জুটি থাকছেই।
মাঝমাঠে জিকসন সিংয়ের সাথে অনিরুধ থাপা জুটি বাঁধবেন। কিছুটা এগিয়ে খেলতে পারেন সাহাল আব্দুল সামাদ। দুই উইংয়ে ঝড় তোলার আশায় নামবেন লালিয়ানজুয়ালা ছাংতে ও নাওরেম মহেশ সিং।
আর সব শেষে, আক্রমণে নেতৃত্ব দেবেন দলের ভরসা সুনীল ছেত্রী।
অমরিন্দর সিং (গোলকিপার), আকাশ মিশ্রা, প্রীতম কোটাল/নিখিল পুজারি, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান, জিকসন সিং, অনিরুধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লালিয়ানজুয়ালা ছাংতে, নাওরেম মহেশ সিং, সুনীল ছেত্রী (অধিনায়ক)।