অপরাজেয় হংকংয়ের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামতে পারে টিম ইন্ডিয়া, পরিবর্তন আনতে পারেন স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের অন্তিম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে নামবে ভারত। যেহেতু দুই দলেরই যোগ্যতা অর্জন একপ্রকার নিশ্চিত, ফলে নিশ্চিত উপায়ে খেলতে পারবে এই দুই দেশ। তবে গ্রুপের দুই অপরাজেয় দলের মধ্যে লড়াই হবে, কারা শীর্ষস্থানে থেকে যোগ্যতা অর্জন করবে।
দুই ম্যাচে পাঁচ গোল করা হংকংকে আটকাতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে ভারতকে। তবে স্কোয়াডের বাকিদেরও সুযোগ দিতে পারেন কোচ ইগর স্টিম্যাচ।
গোলে যথারীতি শুরু করবেন গুরপ্রীত সিং সান্ধু। এদিকে সেন্ট্রাল ডিফেন্সে সন্দেশ ঝিঙ্গানের সাথে আনোয়ার আলিকে খেলানো হতে পারে। আবার সন্দেশকে বিশ্রাম দিয়ে হয়ত প্রীতম কোটালও খেলতে পারেন সেন্ট্রাল ডিফেন্সে। দুই উইংব্যাকে যথারীতি রোশন সিং ও আকাশ মিশ্রা খেলবেন। হয়ত আকাশের জায়গায় শুভাশিস বোসকে সুযোগ দিতে পারেন স্টিম্যাচ।
এদিকে মাঝমাঠে সুরেশ সিং ওয়াংঝাম ও জিকসন সিংয়ের জুটি খেলবে। অ্যাটাকিং মিডফিল্ডে লিস্টন কোলাসো ও ব্র্যান্ডন ফার্নান্ডেজকে যথাক্রমে দুই অর্ধে নামানো হতে পারে।
এদিকে আক্রমণে সুনীল ছেত্রী খেলবেন কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে। কোচ ইগর স্টিম্যাচ সুনীলকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত দিয়েছেন আগে। সেক্ষেত্রে ইশান পন্ডিতা বা আশিক কুরুনিয়নকে আক্রমণে রাখা হতে পারে। এছাড়া মনবীর সিং ও ইয়াসির মহম্মদকে দুই প্রান্ত থেকে ব্যবহার করতে পারেন স্টিম্যাচ।
হংকংয়ের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ - গুরপ্রীত সিং সান্ধু, রোশন সিং, সন্দেশ ঝিঙ্গান / প্রীতম কোটাল, আনোয়ার আলি, আকাশ মিশ্রা / শুভাশিস বোস, সুরেশ সিং ওয়াংঝাম, জিকসন সিং, লিস্টন কোলাসো / ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, মনবীর সিং, সুনীল ছেত্রী / আশিক কুরুনিয়ন।