বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী মনোভাবে নামবে ভারত, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় দোহায় বিশ্বকাপ ও এশিয়া কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ। একদিকে আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে বাংলাদেশ, অন্যদিকে শক্তিশালী কাতারের বিরুদ্ধে এক গোলে হেরেও আত্মবিশ্বাসী ব্লু টাইগার্স।
এই পরিস্থিতিতে এই ম্যাচ দুই দলের জন্য মরণবাঁচন ম্যাচ হতে চলেছে, এশিয়া কাপের যোগ্যতা অর্জনের জন্য। এমন পরিস্থিতিতে গ্রুপের শেষে থাকা বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়ে নামবে ভারত, এমনই বার্তা দিয়েছেন ইগর স্টিম্যাচ। এই পরিস্থিতিতে কি হবে ভারতের প্রথম একাদশ, দেখে নেওয়া যাক।
হালকা চোটের জেরে কাতারের বিরুদ্ধে ম্যাচে খেলেননি চিঙ্গলসানা সিং। কিন্তু বর্তমানে ফিট হওয়ায় সন্দেশ ঝিঙ্গানের সাথে শুরু করবেন সানা। এদিকে দুই উইংব্যাকে দুই বঙ্গতনয় প্রীতম কোটাল ও শুভাশিস বোসকে সুযোগ দিতে পারেন স্টিম্যাচ, যেহেতু এই দুজনেই কাতারের বিরুদ্ধে অসাধারণ ডিফেন্স করেছেন।
এদিকে সেন্ট্রাল মিডফিল্ডে চোটে আক্রান্ত রাউলিন বোর্জেসের জায়গায় আবারও খেলতে চলেছেন গ্লেন মার্টিন্স। তবে সুরেশ সিংয়ের জায়গায় আক্রমণ বাড়াতে আপুইয়াকে সুযোগ দিতে পারেন স্টিম্যাচ। আপুইয়ার গতি ও স্কিল বেশ কার্যকরী হবে বাংলাদেশের বিরুদ্ধে।
এদিকে অ্যাটাকিং মিডফিল্ডে ব্র্যান্ডন ফার্নান্ডেজকে নামানো উচিত স্টিম্যাচের। ব্র্যান্ডনের ওপেন প্লে এবং ফুটবল বুদ্ধি বেশ প্রখর এবং সেক্ষেত্রে বাংলাদেশের ডিফেন্সকে কাটাতে সাহায্য করবেন। এছাড়া সাহাল আব্দুল সামাদকেও সেই জায়গায় খেলাতে পারেন স্টিম্যাচ।
আর ফরোয়ার্ডে গত ম্যাচের মতই সুনীল ছেত্রীকে মাঝখানে রেখে দুই উইংয়ে মনবীর সিং ও বিপিন সিংকে খেলাতে পারেন স্টিম্যাচ। দুই উইং থেকে গতি এবং সুনীলের অসাধারণ মুভমেন্টে বাংলাদেশের ডিফেন্স হতচকিত হতে বাধ্য।
এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ -
ফর্মেশন - ৪-২-১-৩
ডিফেন্স - প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, চিঙ্গলসানা সিং, শুভাশিস বোস।
মিডফিল্ড - আপুইয়া, গ্লেন মার্টিন্স, ব্র্যান্ডন ফার্নান্ডেজ / সাহাল আব্দুল সামাদ।
ফরোয়ার্ড - বিপিন সিং, সুনীল ছেত্রী, মনবীর সিং।