প্রত্যয়ী আফগানিস্তানের বিরুদ্ধে কি প্রথম একাদশে পরিবর্তন আনবেন ইগর স্টিম্যাচ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কম্বোডিয়ার বিরুদ্ধে বড় জয় পাওয়ার পরে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া, তবে এবার সামনে আফগানিস্তান। প্রথম ম্যাচে হংকংয়ের কাছে হারার ফলে ভারতের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া থাকবে আফগানরা, যদিও এই ম্যাচে ধারে-ভারে এগিয়ে ভারতই।
এই পরিস্থিতিতে কি হতে পারে ভারতের প্রথম একাদশ? শুক্রবার সাংবাদিক বৈঠকে ইগর স্টিম্যাচ বলেছিলেন, "আমাদের এখনও একটি অনুশীলন পর্ব বাকি রয়েছে এবং আমাদের দেখতে হবে কিভাবে খেলোয়াড়রা সেরে উঠছে। আমাদের পুরো ফিট খেলোয়াড়দের প্রয়োজন এই ম্যাচের জন্য। ম্যাচের দিন সকালের স্ক্রিনিংয়ের পর আমরা বিষয়টি দেখব। সমস্ত অপশনই খোলা রয়েছে।"
এই পরিস্থিতিতে প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন না আসলেও কিছু জায়গায় বদল দেখা গেলেও যেতে পারে।
গোলে অবশ্যই শুরু করবেন গুরপ্রীত। সেন্ট্রাল ডিফেন্সে বড় ভূমিকা পালন করেছিলেন সন্দেশ ঝিঙ্গান ও আনোয়ার আলি, ফলে তাদের নিয়েই চলবেন স্টিম্যাচ।
এদিকে দুই উইংব্যাকে অভিজ্ঞ প্রীতম কোটাল ও শুভাশিস বোসকে বসিয়ে তরুণ রোশন সিং ও আকাশ মিশ্রাকে খেলানো নিয়ে অনেকেই অবাক হয়েছিলেন। কম্বোডিয়া ম্যাচে চোট পাওয়া রোশন যদি ফিট না থাকেন, সেক্ষেত্রে প্রীতম কোটাল আসতে পারেন একাদশে। গত ম্যাচে রোশনের জায়গায় নেমেছিলেন প্রীতম।
এদিকে মাঝমাঠে সুরেশ সিংয়ের থাকাটা নিশ্চিত বলাই যায়। এদিকে অনিরুধ থাপার জায়গায় সাহাল আব্দুল সামাদকে নামানো হতে পারে। আর ব্র্যান্ডন ফার্নান্ডেজ থাকবেন ফরোয়ার্ড লাইনে বল সাপ্লাই দেওয়ার জন্য।
এদিকে ফরোয়ার্ড লাইনে মনবীর সিং ও লিস্টন কোলাসো দুই উইং সামলাবেন, এবং আক্রমণকে নেতৃত্ব দেবেন সদা-ভরসাযোগ্য সুনীল ছেত্রী।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ - গুরপ্রীত সিং সান্ধু (গোলকিপার), রোশন সিং / প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, আকাশ মিশ্রা, সাহাল আব্দুল সামাদ / অনিরুধ থাপা, সুরেশ সিং ওয়াংঝাম, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, মনবীর সিং, লিস্টন কোলাসো, সুনীল ছেত্রী (অধিনায়ক)।