SAFF 2023 : নেপালের বিরুদ্ধে জিততে এই একাদশে নামতে পারে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ ফলে উড়িয়ে দিয়ে প্রবল আত্মবিশ্বাসী ভারত।
তবে নেপালের বিরুদ্ধে ভারত নিজেদের ডাগআউটে পাবে না তাদের হেড কোচ ইগর স্টিম্যাচকে। পাকিস্তান ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। ফলে ম্যাচে দায়িত্ব সামলাতে হবে সহকারী কোচ মহেশ গাউলিকে।
আরও পড়ুন - “প্লেয়ার্স ফর হিউম্যানিটি” – মানবিক উদ্যোগ বাংলার প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের
এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে একাদশে কোনও পরিবর্তন আনতে চাইবে না ভারত টিম ম্যানেজমেন্ট। দুই সাইডব্যাক হিসেবে প্রীতম কোটাল ও শুভাশিস বসুর পারফর্মেন্স চমৎকার ছিল।
তবে উইংয়ে আশিক কুরুনিয়ন ও লালিয়ানজুয়ালা ছাংতের জায়গায় উদান্তা সিং ও নাওরেম মহেশ সিং খেলতে পারেন। বাদ বাকি দল একই থাকার সম্ভাবনা রয়েছে।
অমরিন্দর সিং (গোলকিপার), প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, শুভাশিস বসু, অনিরুধ থাপা, জিকসন সিং, নাওরেম মহেশ সিং, সাহাল আব্দুল সামাদ, উদান্তা সিং, সুনীল ছেত্রী (অধিনায়ক)।