লেবাননের বিরুদ্ধে সেমিতে এই তারকার অভাবে নামবে ভারত, দেখুন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে মুখোমুখি হবে ভারত ও লেবানন। সদ্য ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে লেবাননকে হারিয়েছিল ব্লু টাইগার্স, ফলে ঘরের মাঠে ছন্দকে সাথে নিয়ে নামবে ভারত।
তবে গতবারের সাক্ষাৎ থেকে এবারের সংঘর্ষে অনেকটাই তফাৎ রয়েছে। সেমি ফাইনালে ভারতের ডাগআউটে থাকবেন না তাদের হেড কোচ ইগর স্টিম্যাচ। কার্ড সমস্যায় নেই দলের ভরসাযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ও ব্যাকআপ ফরোয়ার্ড রহিম আলি। ফলে কাজটাই বেশ কঠিন ভারতের জন্য।
এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মহেশ গাউলিকে বেশ ভালোমত পরিকল্পনা করে নামতে হবে শারীরিকভাবে শক্তিশালী লেবাননের বিরুদ্ধে।
আরও পড়ুন - বিদেশি বেটিং অ্যাপে দেখা যাচ্ছে কলকাতা লিগ
সন্দেশ না থাকায় ডিফেন্সে আনোয়ারের সাথে প্রীতম কোটাল কিংবা মেহতাব সিংকে রাখা যেতে পারে। এদিকে সাহাল আব্দুল সামাদ ফিরে আসবেন একাদশে, যার ফলে উইংয়ে ফিরে যাবেন নাওরেম মহেশ সিং। তবে রহিম আলি না থাকায় বাড়তি লোড নিতে হবে অধিনায়ক সুনীল ছেত্রীকে।
অমরিন্দর সিং (গোলকিপার), নিখিল পুজারি, মেহতাব সিং/প্রীতম কোটাল, আনোয়ার আলি, আকাশ মিশ্রা, জিকসন সিং, অনিরুধ থাপা, লালিয়ানজুয়ালা ছাংতে, সাহাল আব্দুল সামাদ, নাওরেম মহেশ সিং, সুনীল ছেত্রী (অধিনায়ক)।