কিংস কাপে এগিয়ে থেকেও ইরাকের বিরুদ্ধে হার ভারতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ৪৯তম কিংস কাপের সেমিফাইনালে শক্তিশালী ইরাকের বিরুদ্ধে দুইবার এগিয়ে থেকেও হার ভারতের। পেনাল্টি শুট আউটে ৫-৪ ফলাফলে পরাজিত ভারতীয় দল।
প্রথমার্ধের শুরু থেকে নিজেদের দখলে বল রেখে গোলের চেষ্টা করে ইরাক। তবে ম্যাচের ১৬ মিনিটে সাহালের ডিফেন্স চেড়া পাস থেকে দুরন্ত গোল করে যান নাওরেম মহেশ। এরপর ক্রমাগত আক্রমণ করতে থাকে ইরাকের ফুটবলাররা। ২৮ মিনিটে নিজেদের বক্সে হাতে বল লাগিয়ে ফেলেন সন্দেশ ঝিনগান। পেনাল্টি থেকে গোল করে ইরাককে সমতায় ফেরান আল-হামাদি।
আরও পড়ুন- দশম আইএসএলের প্রথম লেগে ইস্টবেঙ্গলের ক্রীড়াসূচি জেনে নিন
৩৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইরাক। বাশারের ফ্রিকিক পোস্টে লাগে। এরপর দুই দলই গোলমুখি আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় দুইদলের ফুটবলাররা। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ১-১।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ইরাকের গোলকিপারের ভুলে এগিয়ে যায় ভারতীয় ফুটবল দল। মনবীরের শট ধরতে পারেননি হাসান। ২-১ ফলাফলে এগিয়ে যায় ভারত।
আরও পড়ুন- দশম আইএসএলের প্রথম লেগে মোহনবাগানের ক্রীড়াসূচি জেনে নিন
পিছিয়ে পরে নিজেদের পায়ে বল রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে ইরাক। অন্যদিকে রক্ষণ শক্তিশালী করার চেষ্টা করেন সন্দেশ-আনোয়াররা।
৮০ মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে ইরাক। এয়মেন ঘাধবান গোল করেন পেনাল্টি স্পট থেকে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন ইরাকের পরিবর্ত খেলোয়াড় জিদান ইকবাল।
পেনাল্টি শুট আউটে ৫-৪ ফলাফলে জয়ী ইরাক।