ডাব্লুএএফএফ চ্যাম্পিয়নশিপ থেকে বাদ ভারত! আমন্ত্রণ পেল থাইল্যান্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এশিয়ার শক্তিশালী ফুটবলীয় দেশগুলির বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েও পেলোনা ভারত। ২০২৩ পশ্চিম এশীয় ফুটবল ফেডারেশন (ডাব্লুএএফএফ) চ্যাম্পিয়নশিপ এর আয়োজকরা জানিয়ে দিয়েছেন যে ভারতীয় ফুটবল দলের এই টুর্নামেন্টে খেলা সম্ভব নয়। কিন্তু কেনো?
খবর অনুযায়ী, ডাব্লুএএফএফ চ্যাম্পিয়নশিপে অতিথি দেশ হিসাবে খেলবে থাইল্যান্ড। এছাড়াও এই টুর্নামেন্টে খেলবে ১১ টি সদস্য দেশ। যার মধ্যে রয়েছে বিশ্বকাপ কাঁপানো সৌদি আরব এছাড়াও রয়েছে ইউএই, জর্ডন, বাহরিন, সিরিয়া, ইরাক, ওমান, কুয়েত, লেবানন, ইয়েমেন এবং প্যালেস্তাইন।
এআইএফএফ এর এক কর্মকর্তা এবিষয় জানিয়েছেন, "ডাব্লুএএফএফ আয়োজকরা একটি দুঃখের চিঠি পাঠিয়েছে বৃহষ্পতিবার। সেখানে তারা জানিয়েছেন তারা অসংখ্য দেশ থেকে অফার পেয়েছে তাই তারা ভারতকে এই টুর্নামেন্টে রাখতে পারছেনা।"
অন্যদিকে ডাব্লুএএফএফ চ্যাম্পিয়নশিপের মতো এমন উচ্চমানের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পেরে হতাশ এআইএফএফ। খবর অনুযায়ী, এআইএফএফ এখন ভারতের জন্য দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে।
প্রথমে তাদের পরিকল্পনা ছিল ভালো র্যাঙ্কের প্রতিপক্ষের সাথে ঘরের মাঠে খেলবে ভারত। কিন্তু শক্তিশালী কোনো দলই রাজি হচ্ছেনা ভারতে এসে খেলতে। ফলস্বরূপ এআইএফএফ এখন নতুন উপায়ের খোজে রয়েছে। মার্চের ২০ থেকে ২৮ তারিখের মধ্যে এই ফ্রেন্ডলি আয়োজন করা হবে।
ভারতীয় কোচ স্টিমাচ জানিয়েছেন তাঁকে যেনো ম্যাচের আগে যথেষ্ট সময় দেওয়া হয় দল গোছানোর জন্য। প্রসঙ্গত আইএসএলের ফাইনাল ম্যাচটি সম্ভবত মার্চের ১৭ অথবা ১৮ তারিখ হবে। সুতরাং আইএসএলের সেরা দুই দলের ভারতীয় খেলোয়াড়রা এই ফ্রেন্ডলি ম্যাচের আগে বেশিদিন বিশ্রাম পাবেন না।