চলতি বছরে একাধিক প্রতিযোগিতায় নামবে ভারতীয় ফুটবল দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি ২০২৩ সালে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পেতে চলেছে ভারতীয় ফুটবল দল। এই মুহুর্তে মণিপুরে মায়ানমার ও কিরগিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলছে ভারত।
কিন্তু এরপরেও একাধিক প্রতিযোগিতায় খেলবে ভারতীয় দল। আগামী ২৫ এপ্রিল সুপার কাপ শেষ হওয়ার পর অল্প বিরতি পাবেন জাতীয় দলের ফুটবলাররা। তারপর মে মাসে জাতীয় দলের প্রস্তুতিতে নেমে পড়বেন তারা।
ঘরের মাটিতে ইন্টার-কন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে ভারত। যা খবর, জুন মাসের শুরুর দিকে এই ইন্টার-কন্টিনেন্টাল কাপ আয়োজিত হবে। এছাড়া শোনা যাচ্ছে, জুন মাসের শেষের দিকে বেঙ্গালুরুতে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।
এদিকে সেপ্টেম্বর মাসে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে থাইল্যান্ডে হতে চলা কিংস কাপে খেলার নিশ্চয়তা দিয়েছে ভারত। তবে সেই সময়ই চীনে হতে চলা এশিয়ান গেমস আয়োজিত হবে, যা মূলত অনুর্ধ্ব-২৩ ইভেন্ট। এই পরিস্থিতিতে সমাধান বের করতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কথা বলবে জাতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচের সাথে।
যা সম্ভাবনা, তাতে সেপ্টেম্বরে এই দুটি টুর্নামেন্ট খেলার জন্য খেলোয়াড়দের পুল আরও বাড়াতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেক্ষেত্রে অনেক বেশি ফুটবলার জাতীয় দলে সুযোগ পেতে পারেন।
এদিকে সেপ্টেম্বরের পর পরবর্তী ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে মালয়েশিয়ায় মারডেকা কাপ খেলবে ভারত। আর তারপর ২০২৬ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচও রয়েছে ভারতীয় দলের জন্য।
আর এতগুলি প্রতিযোগিতায় খেলে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারিতে এশিয়ান কাপ খেলার প্রস্তুতি ভালোভাবেই সারতে পারবে ভারত। তবে হেড কোচ ইগর স্টিম্যাচ চেয়েছিলেন, এশিয়ান কাপের আগে চার সপ্তাহের প্রস্তুতি শিবির। যা হয়ত পাবেন না তিনি।