ভারতীয় ফুটবল দলের সাফল্যের নেপথ্যে কি জ্যোতিষী?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের আগে বিস্ফোরক অভিযোগ উঠল ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচের বিরুদ্ধে। একটি রিপোর্ট অনুসারে জ্যোতিষীর পরামর্শ মেনে দল গঠন করেন ইগর স্টিমাচ।
আরও পড়ুন: পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে অভিযান শুরু করল ভারত
এমনকি দলের ফুটবলারদের যাবতীয় তথ্য জ্যোতিষীর কাছে পাঠিয়েছেন তিনি। যা করা যায় না। গোটা বিষয়টি ঘটে ২০২২ সালে এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় ফুটবল মহলে।
তবে ভারতীয় ফুটবল দলের সাফল্যের নেপথ্যে কি জ্যোতিষী? খবর অনুযায়ী ইগর স্টিমাচের সঙ্গে দিল্লিতে থাকা জ্যোতিষী ভুপেশ শর্মার চ্যাট ফাঁস হয়েছে। আফগানিস্থান ম্যাচের ৪৮ ঘণ্টা আগে সম্ভাব্য প্রথম একাদশের নাম জ্যোতিষীর কাছে পাঠিয়ে দিয়েছেন ইগর। পাল্টা বেশ কিছু পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্ট জ্যোতিষী। এরপর আফগানিস্তান ম্যাচের প্রথম একাদশ থেকে দুই জন গুরুত্বপূর্ণ ফুটবলারের নাম পরে।