ফিরলেন রাহুল ভেকে, শুরু করছেন আশিক কুরুনিয়ন, শক্তিশালী একাদশ ঘোষণা ভারতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ ও এশিয়া কাপ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচের জন্য বেশ শক্তিশালী একাদশ ঘোষণা করেছেন কোচ ইগর স্টিম্যাচ। এবং সাসপেনশন থেকে বেরিয়ে আসার পরেই প্রথম একাদশে সুযোগ পেয়েছেন উইংব্যাক রাহুল ভেকে।
এদিকে বাংলাদেশ ম্যাচে পরিবর্ত হিসেবে নামলেও এই ম্যাচে শুরু থেকেই খেলছেন আশিক কুরুনিয়ন। এর জেরে বসেছেন উদান্তা সিং ও বিপিন সিং। এদিকে বেঞ্চে ফিরেছেন তারকা মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা।
এক নজরে দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশ -
গোলকিপার - গুরপ্রীত সিং সান্ধু।
ডিফেন্স - রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস, চিঙ্গলসানা সিং।
মিডফিল্ড - গ্লেন মার্টিন্স, সুরেশ সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ।
ফরোয়ার্ড - মনবীর সিং, সুনীল ছেত্রী, আশিক কুরুনিয়ন।