মহিলাদের এশিয়ান কাপে কঠিন জায়গায় ভারত! গ্রুপের দুই দল র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ২০২২ এএফসি উইমেন্স এশিয়ান কাপের ড্র আয়োজিত হয়। আর সেই ড্রয়ে কঠিন গ্রুপে পড়ল ভারত। নিজেদের গ্রুপে তৃতীয় সর্বোচ্চ র্যাঙ্কধারী দেশ হিসেবে রয়েছে ভারত। ৫৭তম স্থানে থাকা ভারতের গ্রুপে পড়েছে চীন (১৭), চাইনিজ তাইপেই (৪০) এবং ইরান (৭২)।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের হেডকোয়ার্টারে এই ড্র আয়োজিত হয়। আগামী বছরের ৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি অবধি ভারতে হবে মহিলাদের এশিয়ান কাপ।
বর্তমানে ভারতীয় মহিলা দল জামসেদপুরে প্রস্তুতি শিবির সারছে। এই শিবির চলাকালীনই এই দল সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন ও সুইডেনে সফর করেছে, এবং সংযুক্ত আরব আমিরশাহি, টিউনিশিয়া, বাহরিন ও চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে। এছাড়া সুইডেনের প্রথম ডিভিশনের দুই ক্লাব হামারবি আইএফ ও জুরগারডেন আইএফের বিরুদ্ধেও খেলেছে ভারত।