ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপে নামবে ভারতের মেয়েরা, কঠিন গ্রুপে ব্লু টাইগ্রেসরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে সম্পন্ন হল অনুর্ধ্ব ১৭ ফিফা মহিলা বিশ্বকাপের ড্র। পট ওয়ানে ছিল আয়োজক দেশ ভারত। এবং বেশ কঠিন গ্রুপেই পড়ল ভারত, তা বলাই যায়।
গ্রুপ এ-তে ভারতের সাথে রয়েছে ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও মরক্কো। এর ফলে ব্রাজিলের বিরুদ্ধে নামবে ভারতের মেয়েরা, যা নিঃসন্দেহে ঐতিহাসিক হবে ভারতীয় ফুটবলের জন্য।
আগামী ১১ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ১৪ অক্টোবর মরক্কোর বিরুদ্ধে নামবে তারা। আর শেষে ১৭ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক মহারণে নামবে ভারতের মেয়েরা।
এদিকে গ্রুপ বি-তে রয়েছে জার্মানি, নিউজিল্যান্ড, নাইজেরিয়া ও চিলি। গ্রুপ সি-তে রয়েছে স্পেন, মেক্সিকো, চীন ও কলম্বিয়া। আর গ্রুপ ডি-তে রয়েছে জাপান, কানাডা, ফ্রান্স ও তানজানিয়া।
আগামী অক্টোবর মাস থেকে ভারতে আয়োজিত হবে অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ। এবং এই বিশ্ব টুর্নামেন্টে ভারতের মেয়েদের ভালো পারফর্মেন্সের আশায় রয়েছে ফুটবল মহল।