এ কোন ভারত! লঙ্কার ডিফেন্সেই আটকে গেল ব্লু টাইগার্স

ভারত - ০
শ্রীলঙ্কা - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুযোগের বহর ছিল, ছিল না শুধু জয়সূচক গোলটা। র্যাঙ্কিংয়ে প্রায় ১০০ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধেও সাফ কাপে জয় হাসিল করতে পারল না টুর্নামেন্টের ফেভারিট ভারত।
কার্যত একপেশে খেলাই ছিল এটি। ভারতের লাগাতার আক্রমণে পুরো রক্ষণাত্মক ফুটবল খেলেছে শ্রীলঙ্কা। আত্মবিশ্বাসী কোচ ইগর স্টিম্যাচ কোনও ডিপ ডিফেন্ডারকে না রেখেই প্রথম একাদশ নামিয়েছিলেন, যাতে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ানো যায়।
কিন্তু সুনীল ছেত্রী ও লিস্টন কোলাসো সহ ভারতের একাধিক ফুটবলার মিসের পর মিস করে বসেন। যদিও শ্রীলঙ্কার গোলকিপার সুজনের প্রশংসা করতেই হবে। নিজের শরীরকে বাজি রেখে বারবার ভারতের গোল করাটা আটকেছেন।
আর এর জেরে সাতবারের সাফ কাপ চ্যাম্পিয়নরা এখনও অবধি জয়হীন থাকল। এই পরিস্থিতিতে মালদ্বীপ ও নেপালের বিরুদ্ধে জয় তুলতেই হবে ভারতকে, যদি সাফ কাপের নক আউট পর্বে যেতে হয়।