কুয়েতের বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করল ভারত! ফের লাল কার্ড দেখলেন স্টিম্যাচ

ভারত - ১ (সুনীল ছেত্রী)
কুয়েত - ১ (আনোয়ার আলি - আত্মঘাতী গোল)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বড় সুযোগ ছিল গ্রুপ শীর্ষে থেকে সেমি ফাইনালে সহজ প্রতিপক্ষ পাওয়ার, কিন্তু ভারতের জন্য সেটি আর হল না। মঙ্গলবার সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ কুয়েতের বিরুদ্ধে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে ড্র করে ব্লু টাইগার্স।
ম্যাচে যথারীতি দাপট ছিল ভারতের। যদিও শুরুতে কুয়েত আক্রমণে উঠছিল, তবে ভারত দ্রুত খেলায় ফিরে আসে। তবে প্রথম থেকেই শারীরিক লড়াইয় চলছিল দুই দেশের মধ্যেই। যার কারণে খেলা প্রায়ই ব্যাহত হচ্ছিল।
এদিকে ২৫ মিনিটে বড় সুযোগ পায় কুয়েত। কাউন্টার অ্যাটাকে আবদুল্লাহের শট বাঁচান অমরিন্দর সিং। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ভারতকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। অনিরুধ থাপার ক্রসে দুরন্ত ভলিতে গোল করেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন - মেসির দেওয়া উপহার শিশুদের জন্য বিপুল অর্থে বিক্রি করলেন নেইমার
এদিকে দ্বিতীয়ার্ধে খেলার উত্তাপ বেড়ে যায় অনেকটাই। ৬২ মিনিটে বল ধরে রাখার কারণে হলুদ কার্ড দেখেন ভারতের হেড কোচ ইগর স্টিম্যাচ। আর ৮১ মিনিটে রেফারির সাথে তর্কের কারণে সরাসরি লাল কার্ড দেখেন স্টিম্যাচ। এরপর ৯০ মিনিটে সাহাল আব্দুল সামাদকে ধাক্কা মারেন কুয়েতের আল কালাফ। তার প্রতিবাদে কালাফকে ধাক্কা মেরে ফেলেন রহিম আলি। যার কারণে কালাফ ও রহিম দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।
তবে অন্তিম নাটক আসে অতিরিক্ত সময়ে। ৯২ মিনিটে আলব্লুসির ক্রস আনোয়ার আলির গায়ে লেগে ভারতের জালে ঢুকে যায়। যার ফলে সমতা ফেরায় কুয়েত। আর শেষ অবধি মরিয়া চেষ্টা করেও জয়সূচক গোলটি আনতে পারেনি ভারত।
ফলে হেড কোচ স্টিম্যাচ ও পরিবর্ত ফরোয়ার্ড রহিম আলি ছাড়াই সেমি ফাইনালে লেবাননের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে।