এশিয়ান কাপের প্রথম ম্যাচে ড্র দিয়ে শুরু করল ভারতীয় মহিলা দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপে বৃহস্পতিবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও ইরানের মহিলা দল।
এই ম্যাচে এগিয়ে থেকেই শুরু করেছিল ভারত। মহিলাদের ফিফা ক্রমতালিকাতেও দুই দেশের মধ্যে অনেক তফাৎ।
কিন্তু এই অসম লড়াইয়ে অসাধারণ লড়াই করে ভারতকে প্রথন ম্যাচে আটকে দিল ইরানের মেয়েরা।
ভারতও ম্যাচে বেশ ভালো খেললেও গোল নষ্টের খেসারত দিতে হল তাদের।
বেশ আক্রমণাত্মক ছকেই নেমেছিল ভারতীয় দল, ৪-৩-৩ ছকে নিজের দলকে সাজিয়েছিলেন দলের কোচ থমাস ডেনেরবাই। ম্যাচ শুরুতেই দুইদল আক্রমণাত্মক খেলতে শুরু করে। আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। বেশ কিছু সুযোগ পায় দুই দলই। একবার তো ভারতীয় গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি ইরানের খেলোয়াড়।
প্রথমার্ধে একটা তুল্য মূল্য লড়াই হলেও দ্বিতীয়ার্ধ জুড়ে শুধুই মাঠে নীল জার্সির ঝড় চলল।
মুহুর্মুহু আক্রমণে তখন দিশেহারা ইরান। একসময় এমন হল ইরানের গোলকিপার বনাম ভারতীয় একাদশ। তবুও গোলের দরজা খুলতে পারেননি তারা, তার কারণ, চাপের মুখেও ইরানের ডিফেন্স ভাঙেনি, অপ্রতিরোধ্য গোলকিপার এবং এমন একজন যিনি গোল করতে পারেন তেমন কেউ এই ভারতীয় দলে নেই। যার জন্য বিপক্ষের পেনাল্টি বক্স অবধি এসেই তাঁদের সব আক্রমন ভোঁতা হয়ে যাচ্ছিল।
ভালো খেলা সত্বেও পয়েন্ট ভাগ করে নেওয়ায় স্বাভাবিকভাবেই ভারতীয় বাঘিনীরা খুশি নয়।
তাদের এরপরের ম্যাচ চাইনিজ তাইপেইর সাথে আগামী ২৩ তারিখ।