৯০ মিনিটেই লেবাননকে হারিয়ে দেওয়া যেত : মহেশ গাউলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে লেবাননকে পেনাল্টি শুটআউটে হারায় ভারত। আর এই দুরন্ত জয়কে দলের হেড কোচ ইগর স্টিম্যাচকে উৎসর্গ করলেন অন্তর্বর্তীকালীন কোচ মহেশ গাউলি।
কুয়েতের বিরুদ্ধে গ্রুপ পর্বে লাল কার্ড দেখায় সেমি ফাইনাল ও ফাইনালে সাসপেন্ড হয়েছেন ভারতের হেডস্যার। এর ফলে ভিআইপি গ্যালারি থেকে সেমি দেখতে হয়েছে স্টিম্যাচকে। স্বাভাবিকভাবে জয়ের পর উচ্ছ্বসিত দেখা গিয়েছে স্টিম্যাচকে।
এই নিয়ে মহেশ গাউলি বলেছেন, "আমরা ওনার জন্য খেলেছি আর আমরা একই কাজ করব ফাইনালেও। আমি এখনও মনে করি স্টিম্যাচের সাথে অন্যায় হয়েছে। আমি এখনও বুঝতে পারছি না কেন ওনাকে দুই ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছে, উনি তো কাউকে মারেননি।"
এদিকে ম্যাচটি নিয়ে মহেশ বলেছেন, "প্রথম ১৫ মিনিটে লেবানন উইং থেকে ওদের দ্রুত আক্রমণে আমাদের সমস্যায় ফেলেছিল। কিন্তু তারপর আমরা ম্যাচে আধিপত্য দেখাই। যদি আমরা আমাদের সুযোগ কাজে লাগাতাম তাহলে ৯০ মিনিটেই আমরা জিতে জেতাম।"
সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর ফাইনালে কুয়েতের বিরুদ্ধে পুনরায় মুখোমুখি হবে ভারতীয় দল। গ্রুপ পর্বে কুয়েতের বিরুদ্ধে ড্র করেছিল ব্লু টাইগার্স।